Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১১:২২ পিএম

প্রথমবারের মত আয়োজিত হয় আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম আসরেই শিরোপা জিতে ইতিহাস গড়েছে ভারত। রোববার (২৯ জানুয়ারি) ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারতের মেয়েরা। 

 

পচেফস্ট্রুমে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। এরপর দুর্দান্ত বোলিংয়ে ইংলিশরা গুটিয়ে যায় ৬৮ রানেই। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড গে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল অ্যালেক্স স্টোনহাউস (১১), সোফিয়া স্মাল (১১), নিয়াম হল্যান্ড (১০)।

৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২০ রানের ভেতরই সাজঘরে ফেরেন দুই ওপেনার শেফালি ভার্মা ও শ্বেতা শেরাওয়াত। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেন সৌম্যা তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। তৃষা আউট হলেও ঋষিতা বসুকে নিয়ে জয় নিশ্চিত করেন সৌম্যা।  

বয়সভিত্তিক এই নারী বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রাইভেন্স। ৭ ম্যাচে ২৯৩ রান ও ৯ উইকেট শিকার করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ