Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ বছরেও বদলায়নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যৌনতা আর শাহরুখ খান এই দুটোই কেবল বিক্রিযোগ্য! ২০ বছর আগে বলেছিলেন ভারতের অভিনেত্রী নেহা ধুপিয়া। সময় বদলালেও শাহরুখকে নিয়ে তার উক্তি আজও সমান সত্যি বলে দাবি করলেন নেহা। ‘পাঠান’-এর তালে ‘ঝুমে জো ইন্ডিয়া’। এখন এটাই কাশ্মীর থেকে কন্যাকুমারীর সিনেমা হলগুলোর পরিচিত দৃশ্য। গত বুধবার মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’। সেলেব থেকে আম জনতা, সকলেই কাবু ‘পাঠান’ জ্বরে। ৫৭ বছরের ‘তরুণ তুর্কি’ শাহরুখ খান রুপালি পর্দায় এক কথায় ভেলকি দেখিয়েছেন। কট্টর শাহরুখ বিরোধীও ‘পাঠান’ নিয়ে খুব বেশি ফুট কাটতে ব্যর্থ হচ্ছেন। বাদশাহি ম্যাজিকে ভর করেই মাত্র চারদিনে দেশের বক্স অফিসে ২০০ কোটির গÐি পার করে ফেলেছে এ ছবি।
বয়কট গ্যাং-এর মুখে ঝামা ঘষে দিয়েছে ‘পাঠান’, সঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মরা গাঙে জোয়ার এনেছে। এর মাঝেই নিজের ২০ বছর পুরনো একটি মন্তব্যের কথা মনে করালেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়ায় নেহার সেই পুরোনো মন্তব্যটি শেয়ার করেছিলেন এক নেটিজেন। সে মন্তব্যকেই রি-টুইট করে নেহা লেখেন, ‘২০ বছর পার হয়ে গেছে, আমার বক্তব্যটা একদম সত্যি তা আজও মিলে যাচ্ছে। এটা কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, এটা একজন রাজার সম্রাজ্য’। নেহা কী বলেছিলেন সেইসময়? ‘জুলি’ নায়িকা সদর্পে ঘোষণা করেছিলেন, ‘একমাত্র সেক্স আর শাহরুখ খান বিক্রি হয়’। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ