Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেঁদেই চলেছেন রাখি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাতৃহারা অভিনেত্রী তথা রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। গত শনিবার চলে গেলেন রাখির মা জয়া সাওয়ান্ত। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। পরে ধরা পড়ে ব্রেন টিউমার। মুম্বাইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তার।
গত কয়েকদিন ধরে রাখির মায়ের অবস্থা বেশ খারাপ ছিল। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে বলছিলেন রাখি, তবে শেষরক্ষা হল না। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে রাখি জানান, রোববার শেষকৃত্য সম্পন্ন হবে। জ্যাকি শ্রফ, মান্যতা দত্ত, আলি গোনি, রেশমি দেশাইয়ের মতো অনেক সেলিব্রিটি রাখি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মায়ের মৃত্যুর পর নেটমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। সেখানে দেখা গেছে, মৃত্যুশয্যায় তার মা। হাসপাতালে বিছানায় শুয়ে। চিকিৎসা চলছে। মায়ের পায়ের সামনে মেঝেতে বসে অঝোরে কেঁদেই চলেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘মাথার ওপর থেকে মায়ের হাত আজ উঠে গেল। আমার কাছে আর হারানোর মতো কিছুই নেই। তোমাকে ভালোবাসি মা। তোমাকে ছাড়া কিছুই নেই মা। এবার কে আমার ডাক শুনবে, আমাকে গলা জড়িয়ে ধরবে। কোথায় যাবো, কী করব, তোমাকে মিস করবই’। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ