Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা না মানলে মার্কিন বাজার হারাবে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আরোপিত নিষেধাজ্ঞা মেনে না চললে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ যুক্তরাষ্ট্রের বাজার হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ নিয়ন্ত্রণ কর্মকর্তা ব্রায়ান নেলসন আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের সময় দেশগুলো এবং ব্যবসায়ীদের মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করবেন। এবং বিধিনিষেধ না মেনে ব্যবসা করলে মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলেও হুঁশিয়ার করবেন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ওয়াশিংটনের প্রচেষ্টার বিরুদ্ধে অনৈতিক আচরণের কারণে যুক্তরাষ্ট্র এই হুঁশিয়ারি দিয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং তুরস্ক সফর করবেন নেলসন। সরকারি মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন কঠোরভাবে আইন প্রয়োগ করতে থাকবে বলে তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে দেখা করবেন। তিনি বলেন, ‘অনুমোদিত এখতিয়ারে পরিচালিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো অনুমোদিত সংস্থাগুলোর সাথে ব্যবসা করা বা যথাযথ পরিশ্রম না করার কারণে মার্কিন বাজার হারানোর ঝুঁকি রয়েছে।’ মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ