Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরের হয়ে বিপিএল মাতাতে আসছেন মুজিব উর রহমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৮:১৪ পিএম

এবার রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) মাঠ মাতাবেন মুজিবুর রহমান। আফগানিস্তানের এই স্পিনার অবশ্য এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না।

রংপুরের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সে যোগ দেবেন তিনি। এর আগে মুজিবের আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে রংপুর রাইডার্স। তারা ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে লিখেছে, ‘রাইডার্স পরিবারে স্বাগতম, মুজিব উর রহমান। ’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজিবের। এর আগে বিপিএলেরও বেশ কয়েকটি আসরে খেলেছেন মুজিব। সব মিলিয়ে ২০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ওভার প্রতি ৬.৬১ গড়ে রান দিয়ে ২২৫ উইকেট নিয়েছেন তিনি।

বিপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ৪ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে রংপুর রাইডার্স। দলটির হয়ে খেলতেই আসছেন মুজিব। টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি বাংলানিউজকে জানান, ‘মুজিব উর রহমান ৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেবে। ফাইনাল অবধি সে থাকবে। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ