Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়ে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:৫৭ পিএম | আপডেট : ৬:০০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৩

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। বিপিএলের খেলা অবস্থায় পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব।

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্যই চলমান বিপিএলের মাঝপথে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়লেন পাকিস্তানের এই পেসার। বাংলাদেশ ছাড়ার আগে টিমমেট তামিম ইকবাল ও খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াহাব রিয়াজ।

শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ছাড়ার আগে খুলনা টাইগার্সকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।’

 বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ