Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঠান এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:৪৮ পিএম

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘পাঠান’- এমন খবরই ক’দিন ধরে। চলতি সপ্তাহে মুক্তির অনুমতি পাচ্ছে ভারতীয় হিন্দি ছবি পাঠান। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এতথ্য নিশ্চিত করেছেন এক কর্মকর্তা। তিনি জানান, তথ্য মন্ত্রণালয় থেকে গত সপ্তাহে এ প্রস্তাব পাওয়া গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দশ শতাংশ এ ছবির কমিশন পাবে এমন ও প্রস্তাব থাকছে। মুক্তির আগে অনুমতি দেয়া হবে। এর আগে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি মুক্তি দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন পরিবেশক ও প্রযোজনা সংস্থা ‘অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট’ এর অনন্য মামুন।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে মিটিংক করে প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেই মিটিংয়ে নিশ্চিত হতে পারে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে কিনা। যদি মিটিংয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যায়, তাহলে এই ছবি সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুইদিন পরে বাংলাদেশে মুক্তি পাবে।
সার্কচুক্তিভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে ইংরেজিতে সাফটা হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সার্কভুক্ত সব কয়টি দেশের মধ্যে চুক্তি হলেও ছবি আসছে কেবল ভারতের কলকাতা থেকেই। যদিও কালেভন্দ্রে কিছু হিন্দি সিনেমাও আনা হয়েছে। তবে এবার এই চুক্তির আওতায় ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পাঠান’ আসতে পারে অনেকেই ধারণা করছেন। ট্রেলারের রিলিজ থেকেই এই সিনেমা তুমুল আলোচনায় রয়েছে। কখনও এই সিনেমার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি, কখনও আবার কোপ বসিয়েছে সিবিএফসি। ট্রেলারে রোমান্স, অ্যাকশন সবই চোখে পড়েছে। তবে যে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন শাহরুখ, দীপিকা, সেইভাবে আগে কখনও দেখা যায়নি তাদের। সম্প্রতি দুবাইয়ে হাজির হয়েছিলেন শাহরুখ নিজেই। তখনই বুর্জ খলিফায় প্রদর্শিত হয় পাঠানের ট্রেলার। ট্রেলার দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
তবে ছবিটি বাংলাদেশে মুক্তির বিষয়ে চূড়ান্ত আশাবাদী প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ। ‘পাঠান’ মুক্তির সিদ্ধান্ত সভায় তিনিও উপস্থিত ছিলেন। সেখান থেকে বের হয়ে চ্যানেল আই অনলাইনকে সুদীপ্ত কুমার বলেন, চলতি মাসে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “আজ পাঠান মুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মিটিংয়ে দুই ধরনের মতামত এসেছে। কেউ বলেছেন, সিনেমাটি এখন আনা যাবে না। আইনে বাধা আছে। বাধা কী, সেটা হলো- উপমহাদেশের ভাষায় নির্মিত ছবি আমদানি নিষিদ্ধ আছে। সুতরাং এটা এখন আনা যাবে না। আমার যুক্তি ছিলো, ‘ক’ ধারায় আছে ইংরেজি ছবি আমদানি করা যাবে, আর ‘খ’ ধারায় আছে উপমহাদেশের ভাষায় নির্মিত ছবি আমদানি করা যাবে না। আমি তাদের বললাম, এগুলোতো ১৯৭৩ সাল থেকেই চলে আসছে। ২০১৩ সালের জানুয়ারিতে ‘গ’ ধারাটা নতুন সংযোজিত হয়েছে। যার আওতায় কলকাতার অনেক বাংলা ছবি এদেশে আসছে। যুক্তি উত্থাপন করে বলেছি, উপমহাদেশীয় ভাষা বলতে কী বোঝায়- তার একটা ব্যাখ্যাও দেয়া আছে ‘গ’ ধারার আইনে। সেখানে বলা আছে, ভারতীয় উপমহাদেশে প্রচলিত সকল ভাষা। তো সকল ভাষার মধ্যে কি বাংলা পড়ে না? সেটাওতো আমদানি হচ্ছে।
‘পাঠান’ বাংলাদেশে আমদানির পক্ষে বৈঠকে নিজের যুক্তি উপস্থাপনের কথা উল্লেখ করে সুদীপ্ত আরও বলেন,“বাংলা ছবি আসতে পারছে, অন্য ভাষার ছবি আসতে পারবে না- এটাতো ‘গ’ ধারায় লেখা নাই। কোনো বিশেষ ভাষার কথা লেখা নাই। সাফটার আওতায় আপনি একটি সিনেমা পাঠাবেন, আরেকটি আমদানি করতে পারবেন- চুক্তিতে ভাষার কথা স্পষ্ট করে লেখা নাই। সুতরাং ‘পাঠান’ দিতে আপনারা বাধ্য- আজকের বৈঠকে এটা আমি তাদের বলেছি।”
সুদীপ্ত কুমারের দাবি, আজকের বৈঠকে মন্ত্রণালয়ের এডিশনালা সেক্রেটারি ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন। তারা আমার যুক্তি মনযোগ দিয়ে শুনেছেন। যেহেতু সাফটার আইনটি বাণিজ্য মন্ত্রণালয় করেছে, তারাই এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন। এজন্য একটু সময় চেয়েছেন। পরিদর্শক সমিতির এই উপদেষ্টা জানান,‘পাঠান’ বাংলাদেশে মুক্তির জন্য আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর অনন্য মামুন। শিগগির ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা আছে কিনা, জানতে চাইলে সুদীপ্ত বলেন, ‘এই মাসে মুক্তি সম্ভব নয়। অনুমতি পেলে ছবিটি এনে সেন্সর করানোর বিষয় আছে। এসব করে আগামি ৩ তারিখ পর্যন্ত লেগে যাবে। আামাদের উদ্দেশ্য হচ্ছে, ৩ তারিখ হোক বা ১০ তারিখ হোক- আমরা ছবিটি রিলিজ করেই ছাড়বো। এই ভেরিকেড ভাঙতে চাই।
ভারতে বিতর্ক শেষে গত ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। অগ্রিম টিকিট বিক্রিতে লেগেছে ধুম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মের এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আছেন জন আব্রাহাম।



 

Show all comments
  • MOAMMAD IMTIAZ UDDIN ৩১ জানুয়ারি, ২০২৩, ১১:৩৮ এএম says : 0
    সিনেমা হলগুলোতে আমিও উপমহাদেশিয় ভালো মানের সিনেমাগুলো দেখতে চাই। ঘরে বসে সবাই তো হিন্দি, তামিল সিনেমাগুলো দেখছে, তবে সিনেমা হলে দেখালে সমস্যা কি? বি গ্রেডের মানহিন বাংলা সিনেমা আর নয়। ভালো বাংলা সিনেমা হলে অবশ্যই দর্শক হলে যাবে, তারা যেতে বাধ্য। তবে আমি মনে করি হিন্দি সিনেমা নিয়মিত চললে যেসব সিনেমা হল বন্ধ ছিলো সেগুলো আবার চালু হবে, ফলে বাংলা সিনেমাগুলোও সেখানে চালাতে পারবে। মানহিন বি গ্রেড সিনেমার ব্যারিকেড এবার ভাংতে হবে। সারাবিশ্বে যেখানে হিন্দি সিনেমা চলে সেখানে বাংলাদেশে কেন পিছিয়ে থাকবে? আমাদেরও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ করে দেওয়া হোক। শুধুমাত্র বাংলা সিনেমা জন্য তো আর সিনেমা হল চলতে পারেনা। হলিউডের সিনেমা যদি চলতে পারে তবে বলিউডের সিনেমাও চলতে দিতে হবে।
    Total Reply(0) Reply
  • MOAMMAD IMTIAZ UDDIN ৩১ জানুয়ারি, ২০২৩, ১১:৩৮ এএম says : 0
    সিনেমা হলগুলোতে আমিও উপমহাদেশিয় ভালো মানের সিনেমাগুলো দেখতে চাই। ঘরে বসে সবাই তো হিন্দি, তামিল সিনেমাগুলো দেখছে, তবে সিনেমা হলে দেখালে সমস্যা কি? বি গ্রেডের মানহিন বাংলা সিনেমা আর নয়। ভালো বাংলা সিনেমা হলে অবশ্যই দর্শক হলে যাবে, তারা যেতে বাধ্য। তবে আমি মনে করি হিন্দি সিনেমা নিয়মিত চললে যেসব সিনেমা হল বন্ধ ছিলো সেগুলো আবার চালু হবে, ফলে বাংলা সিনেমাগুলোও সেখানে চালাতে পারবে। মানহিন বি গ্রেড সিনেমার ব্যারিকেড এবার ভাংতে হবে। সারাবিশ্বে যেখানে হিন্দি সিনেমা চলে সেখানে বাংলাদেশে কেন পিছিয়ে থাকবে? আমাদেরও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ করে দেওয়া হোক। শুধুমাত্র বাংলা সিনেমা জন্য তো আর সিনেমা হল চলতে পারেনা। হলিউডের সিনেমা যদি চলতে পারে তবে বলিউডের সিনেমাও চলতে দিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ