Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ভিসা সেন্টারের আবেদন জমা দিতে অন্তহীন বিড়ম্বনার শিকার বাংলাদেশীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ২:৫৫ পিএম | আপডেট : ৩:০৮ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৩

ভারতে বাংলাদেশী পর্যটক বাড়ছে প্রতিবছর। দেশটির পশ্চিম বঙ্গসহ আশপাশের রাজ্যগুলোতে ব্যবসা ও চিকিৎসা সেবা নির্ভর করে বাংলাদেশীদের ওপরই। কিন্তু সে তুলনায় বাংলাদেশী পর্যটকদের জন্য ভারতের পক্ষ থেকে সুযোগ-সুবিধা মিলছে সামান্যই। কেবল ভিসা পেতেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ভিসার জন্য প্রায় প্রতিদিনই থাকছে দীর্ঘ লাইন। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরে যেতে হচ্ছে পাসপোর্ট জমা না দিয়েই।
ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা সেবা প্রদানে ন্যূনতম লোকবল দিয়ে কাজ চালানো হচ্ছে। আবার যে পরিমান মানুষকে সেবা দেয়ার সক্ষমতা আছে কল করা হচ্ছে তার চেয়ে বেশি মানুষকে। ফলে প্রায় প্রতিদিনই বিড়ম্বনার শিকার হচ্ছেন ভিসা প্রত্যাশীরা। বিশেষ করে শিশুদের নিয়ে যারা যাচ্ছেন এবং অসুস্থ মানুষকে নাজেহাল হতে হচ্ছে প্রতিনিয়তই।

যমুনা ফিউচার পার্কে এমনই একজনের সাথে কথা হয়। যার নাম মোস্তাফিজুর রহমান। তিনি ভারতের সিকিম-গ্যাংটক-দার্জিলিং যেতে চান। এ জন্য দরকার ভ্রমন ভিসা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লাইনে দাড়িয়ে থেকেও কাঙ্খিত সাফল্য আসেনি তার। তবে রোববার তিনি আশাবাদী দ্রুত সময় আবেদন জমা দিতে পারবেন।

বোরহান উদ্দিন নামে আরেক ভিসাপ্রার্থী ফেসবুকে লিখেছেন, ‘প্রায় ৩-৪ হাজার লোকের মধ্যে সিরিয়াল শেষ করে ১৫-১৬ জনের মাথায় বন্ধ করে দিলো। আসলে আমি কপাল পোড়া।

আশরাফুল হাবিব রনক নামে আরেক ব্যক্তি বলেন, তিনি অসুস্থ বাবাকে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন কিন্তু লাইন কোনভাবেই এগুচ্ছে না, অসুস্থ ব্যক্তিকে নিয়ে কিভাবে এতো সময় দাঁড়িয়ে থাকা যায়।
হাবিব বলেন, তাদের প্রতিদিন সেবা দেয়ার যে সক্ষমতা আছে সে পরিমান কল করলেই হয়। সেটি না করে মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা কোনভাবেই কাম্য নয়।
ভিসার এই বিড়ম্বনার কথা তুলে ধরে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা টাকা দেই, তাদের দেশে গিয়ে ব্যয় করি কিন্তু আমাদের সঙ্গে গরু-ছাগলের মতো আচরণ করে।



 

Show all comments
  • মামুন ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম says : 0
    ভারত বৃহত্ত দেশ হলেও তাদের আত্মাটা খুবই ছোট আর সাহস আরো কম। তাদের ভিতর কোন উদারতা নেই প্রতিবেশীর প্রতি সহানুভূতি উদারতা বন্ধুত্ব দেখানো তাদের রক্তে নেই এরা শুধু বোঝে প্রতিবেশীকে শোষণ করা নির্যাতন করা পদদলিত করা ও পদলেহিত করা।
    Total Reply(0) Reply
  • মামুন ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম says : 0
    ভারত বৃহত্ত দেশ হলেও তাদের আত্মাটা খুবই ছোট আর সাহস আরো কম। তাদের ভিতর কোন উদারতা নেই প্রতিবেশীর প্রতি সহানুভূতি উদারতা বন্ধুত্ব দেখানো তাদের রক্তে নেই এরা শুধু বোঝে প্রতিবেশীকে শোষণ করা নির্যাতন করা পদদলিত করা ও পদলেহিত করা।
    Total Reply(0) Reply
  • কামাল ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম says : 0
    ভারত বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু বাংলাদেশীদের প্রতি তারা ন্যূনতম সম্মান দেখায় না এজন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • পাগল মন ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম says : 0
    তসলিমা নাসরিনের সাম্প্রতিক একটি কমেন্ট থেকে আমরা জানতে পেরেছি ভারতীয় ডাক্তাররা আসলে বাংলাদেশের সাথে কি ধরনের আচরণ করে তবুও বাংলাদেশের মানুষ ভারতে যাওয়ার জন্য অস্থির ভারত যদি আমাদের সাথে একটু সদয় আচরণ করতো তাহলে এই লোকগুলোর ভোগান্তি কম হতো।
    Total Reply(0) Reply
  • মিরাজ ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০০ পিএম says : 0
    সঠিক নিউজ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • মামুন ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম says : 0
    ভারত বৃহত্ত দেশ হলেও তাদের আত্মাটা খুবই ছোট আর সাহস আরো কম। তাদের ভিতর কোন উদারতা নেই প্রতিবেশীর প্রতি সহানুভূতি উদারতা বন্ধুত্ব দেখানো তাদের রক্তে নেই এরা শুধু বোঝে প্রতিবেশীকে শোষণ করা নির্যাতন করা পদদলিত করা ও পদলেহিত করা।
    Total Reply(0) Reply
  • anar ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৫ পিএম says : 0
    ভারতের ভিসা নিতে প্রথমেই দালালের খপ্পরে পড়তে হয়। এছাড়া সকালে লাইনে দাড়ালে রাতেও এ লাইন শেষ হয় না। অনেকে আবার লাইনের মধ্যই অসুস্থ হয়ে পড়ে যায়
    Total Reply(0) Reply
  • কামাল ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম says : 0
    ভারত বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু বাংলাদেশীদের প্রতি তারা ন্যূনতম সম্মান দেখায় না এজন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Tutul ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম says : 0
    ভারতের ভিসা সেন্টারে সঠিকভাবে মনে হয় তদারকি করা হয় না। তাহলে এ দেশের মানুষ এতা দুর্ভোগের মধ্যে পড়তো না
    Total Reply(0) Reply
  • Nazmul Hasan ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:৫৪ পিএম says : 0
    ভারতের ভিসা নিতে অনেক দুর্ভোগ পোহাতে হয় বাঙালিদের। আশা করি কর্তৃপক্ষ এ বিষয়গুলো সমাধান করবেন
    Total Reply(0) Reply
  • সাদাফ ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩৩ পিএম says : 0
    আমার মনে হয় ভারতীয় কর্তৃপক্ষ সঠিকভাবে নজরদারি করে না। তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে হয়তোবা এমনটাও নাও হতে পারতো
    Total Reply(0) Reply
  • আলিফ ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম says : 0
    ভারতের লোক এমনিতেই বাঙালিদের কম দেখতে পারে মনে হয়। তা না হলে এ সমস্যা তো আজকের না। এটা দীর্ঘদিনের। তারপরও কেনো এ বিষয়গুলেঅ সমাধান হলো না
    Total Reply(0) Reply
  • আকিব ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম says : 0
    এ ব্যাপারে আমরা সরাসরি ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করছি
    Total Reply(0) Reply
  • রাকিব ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ পিএম says : 0
    বাঙালিরা ভারতের লোকদের অনেক শ্রদ্ধা করে। এছাড়া বাঙালিরা ভারতের লোকদের বন্ধু হিসেবে মানে। কিন্তু ভারত তার চুলপরিমাণ যদি করতো তাহলে তারা আমাদের সাথে এ রকম আচরণ করতে পারতো না
    Total Reply(0) Reply
  • শরিফ ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৪১ পিএম says : 0
    ভারত সরকার যদি এ বিষয়গুলো এখনো তারা না দেখে তাহলে এক সময় এ দেশ থেকে আর ভারত যাবে না একটা সময়। তখন তারা বিপুল রাজস্ব হারাবে। তখন তারা বুঝবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ