Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজারবাইজানের প্রিয় ভাই ও বন্ধুদের পাশে আছে তুরস্ক

দুই ফিলিস্তিনি শিশুকে কাছে টানলেন এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দুই শিশুকে কাছে পেয়ে আদর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আহত দুই শিশু তুরস্কে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার দুই ফিলিস্তিনি শিশুকে প্রেসিডেন্ট এরদোগানের কাছে নিয়ে আসা হয়। এ সময় প্রেসিডেন্ট কমপ্লেক্সে তুর্কি নেতা রুদ্ধধার আলোচনা করেন। খবরে বলা হয়েছে, দুই ফিলিস্তিনি শিশু হলো- ১৩ বছর বয়সি খলিল সালমান এবং তার বোন ১১ বছরের রাহাফ। গত বছরের ৬ আগস্ট ইসরাইলের দখলদার বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালালে গুরুতর আহত হয় সালমান ও রাহাফ। পরে তুর্কি প্রেসিডেন্টের নির্দেশে একই বছরের ১৮ আগস্ট তাদের তুরস্কে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তারা এখন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠেছে। এরপর তাদেরকে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করানো হলো। অপরদিকে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। হামলায় কূটনীতিক মিশনের নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলাকে বর্বরতা উল্লেখ করে তুর্কি নেতা বলেন, ‘আমরা আমাদের আজারি ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ ইয়েনি শাফাক জানিয়েছে, টুইটার বার্তায় এরদোগান বলেন, ‘আজারবাইজানের প্রিয় ভাই ও বন্ধুদের পাশে আছে তুরস্ক।’ এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এক অস্ত্রধারী ওই দূতাবাস ভবনে ঢুকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত এবং অন্তত দুইজন আহত হন। তেহরানের পুলিশ প্রধান হোসেইন রহিমি সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। হামলায় একজন নিহতের বিষয় নিশ্চিত করেন তিনি। আনাদোলু, ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ