মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। ব্যবসায়িক রাজধানী নিয়ন্ত্রণের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক কৌশল এবং আইনি লড়াইয়ের পর শুক্রবার নতুন মেয়র নির্বাচিত হন। ইসলামিক দল আল জামা-আহ পার্টির থাপেলো আমাদ (৪১) জোহানেসবার্গের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হন। এখন তিনি বর্তমান মেয়র এমফো ফালাতসের (৪৫) স্থালাভিষিক্ত হবেন। জয়ের পর উচ্ছ্বসিত আমাদ জানান, প্রথম মুসলিম হিসেবে দেশের সবচেয়ে বড় মহানগর পরিচালনার দায়িত্ব পাওয়ায় তিনি অভিভূত! ভোটের পর তিনি কাউন্সিলে বলেছিলেন, ‘এই ঘটনা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হয়ে থাকবে।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন। জিও টিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।