Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ বছরে ১২ সহস্রাধিক প্রশাসনিক আটকাদেশ দিয়েছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ পিএম

ইসরাইলি কর্তৃপক্ষ গত নয় বছরে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই ১২ হাজারেরও বেশি প্রশাসনিক আটকাদেশ জারি করেছে। ফিলিস্তিন প্রিজনার্স ক্লাব (পিপিসি) গত বুধবার এক বিবৃতিতে বলেছে, ২০২২ সালে প্রশাসনিক আটকাদেশ সর্বোচ্চ জারি করা হয়। ২০২২ সালে আটকের সংখ্যা ২৪০৯ জনে পৌঁছে এবং সর্বোচ্চ হার ছিল ডিসেম্বরে ৩১৫ জন। ২০২২ সালের শেষে ইসরাইলি কারাগারে ৮৬৬ জন প্রশাসনিক বন্দি ছিল। যার মধ্যে দুইজন মহিলা, সাতটি শিশু এবং একজন ৭৬ বছর বয়সী পুরুষ। পিপিসি অনুসারে, প্রশাসনিক বন্দিদের মধ্যে ৮০ শতাংশ সাবেক বন্দি। ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ নিদাল আবু আকর, থায়ের হালাহলেহ, গাসান জাওয়াহিরেহ এবং সালেহ আল জাইদির মতো ফিলিস্তিনি ব্যক্তিত্বদের নতুন করে গ্রেফতারের ঘোষণা করেছে। যদিও তাদের কখনো কোনো অপরাধের জন্য অভিযুক্ত করা হয়নি এবং বিচারের আওতায় আনা হয়নি। বেথলেহেমের শোরুক আল-বাদানের আটক পুনরায় নবায়ন করা হয়েছে। তিনি ২০১৯ সাল থেকে আটক রয়েছেন। ইসরাইলি কর্তৃপক্ষ প্রতিশোধ এবং সম্মিলিত শাস্তির নীতি ছাড়াও ফিলিস্তিনের সামাজিক, জ্ঞানীয় এবং রাজনৈতিক স্তরে অগ্রগামী ভূমিকা পালনকারী যে কাউকে প্রশাসনিক আটকের নীতি ব্যবহার করে। লক্ষ্যণীয় যে, ইসরাইলের কারাগারে ৪ হাজার ৭শ’ ফিলিস্তিনিকে আটক রাখা হয়েছে। যার মধ্যে ১৫০ শিশু এবং ৩৩ জন মহিলা রয়েছেন। এখানে ৬শ’ জন বন্দি বিভিন্ন রোগে ভুগছেন এবং ২৪ জন ক্যান্সার ও টিউমারে আক্রান্ত যাদের স্বাস্থ্যসেবা এবং জরুরি চিকিৎসা প্রয়োজন। সূত্র : সিয়াসাত ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ