Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রদান

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয়ে ২০১৬ সালে পিএসসি এবং জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
অ্যাডভোকেট চাঁন মিয়া ফাউন্ডেশন রবিবার সকাল ১০টায় তাড়াইল ঢাকিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট চাঁন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান আলী আকবর, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা, অ্যাডভোকেট চাঁন মিয়া ফাউন্ডেশনের সচিব অ্যাডভোকেট মো: মজিবর রহমান, শিবালয় সদর উদ্দিন কলেজের অধ্যক্ষ বাসুদেব সিকদার দে, তেওতা অ্যাকাডেমির প্রধান শিক্ষক মো: মোজ্জামেল হক, অক্সফোর্ড অ্যাকাডেমির প্রধান শিক্ষক আফজাল হোসেন, নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ঢাকাইজোরা হাজী কোরবান আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মো: খোরশেদ আলমসহ অনেকেই। শিবালয় ও পার্শ্ববর্তী উপজেলার ৮ ইউনিয়নের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩০০ শিক্ষার্থী এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০ জন শিক্ষার্থীকে মেধা তালিকায় বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১৫ জনকে ট্যালেন্টপুলে এবং ৪৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে সান্ত¦না পুরস্কার দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট দেয়া হয়। ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন, জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জনকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
এছাড় যেসব ছাত্র-ছাত্রী ২০১৩, ১৪ ও ১৫ সালে অ্যাডভোকেট চাঁন মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পেয়েছিল তাদেরও পুরস্কার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ