Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ শুটিংয়ে আত্মবিশ্বাসী কলি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপ শুটিং চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে চলবে আগামী ৮ ফেব্রæয়ারি পর্যন্ত। বিশ্বকাপে বাংলাদেশ শুটিং দল অংশ নিচ্ছে। ৪ জন নারী শুটার নিয়ে এ আসরে লড়বে লালসবুজরা। নানা জটিলতায় বিশ্বকাপে অংশ নিতে পারেননি বাংলাদেশের পুরুষ শুটাররা। তাই বাংলাদেশ থেকে শুধু নারী শুটাররাই খেলছেন টুর্নামেন্টে। দেশের নারী শুটারদের মধ্যে আলোচনায় আছেন কামরুন নাহার কলি। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদক বঞ্চিত হন তিনি। তবে এবার বিশ্বকাপে বেশি আত্মবিশ্বাসী কলি। আজ শুরু হওয়া এয়ার রাইফেল একক ইভেন্টে কলিসহ লালসবুজ জার্সি গায়ে রেঞ্জে নামছেন চারজন। জাকার্তা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলি বলেন, ‘আমাদের সবারই ঢাকায় অনুশীলনে ৬২৮ থেকে ৬৩০ স্কোর হয়েছিল। আমরা যদি সেটা জাকার্তায় ধরে রাখতে পারি, তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। অন্তত ফাইনাল রাউন্ডে যেতে পারবো। তখন স্বপ্ন দেখতে পারবো পদক জয়ের।’
এবারের বিশ্বকাপ শুটিংয়ে ইউরোপ-আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশের শুটাররা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে থেকে লড়াই করে সেরা আটে জায়গা করে নেওয়া সত্যিই কঠিনই। তবে আত্মবিশ্বাসী কলি বলেন, ‘আসলে ভালো খেলার পাশাপাশি ভাগ্য সহায় হতে হবে। তাহলে ইতিবাচক ফল করা সম্ভব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো।’ জাকার্তায় এয়ার রাইফেল ছাড়াও দলীয় ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ