মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, টোকিওতে রেজিস্ট্রেশন করা একটি নম্বর থেকে সোমবার দেশের হাই স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ওই হুমকিপূর্ণ বার্তা দেওয়া হয়। এ ঘটনায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হামলার খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার একটি বার্তায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৩০টির বেশি বোমা পেতে রাখার দাবি করা হয়। এর পরের দিন গত মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষকদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। হুমকির ওই বার্তায় ৩ থেকে ৩০ লাখ ইয়েন মুক্তিপণও দাবি করা হয়। তবে কোনো স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেনি। জাপানের অধিকাংশ স্কুল বৃহস্পতিবার পুনরায় খুলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।