মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্টকহোমে তুরস্কবিরোধী বিক্ষোভ এবং কুরআন পোড়ানোর ঘটনার পর নেটো নিয়ে সুইডেন, ফিনল্যান্ডের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ সম্মেলনে কাভুসোগলু আরও বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের আলাদাভাবে নেটোতে অন্তর্ভুক্তি পর্যালোচনার কোনো প্রস্তাব নেই। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, তার দেশ তুরস্কের সঙ্গে নেটো আলাচনা ফের শুরুতে আগ্রহী। গত বছরের ফেব্রæয়ারিতে রাশিয়া ইউক্রেইনে সেনা পাঠানোর পর সুইডেন ও ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে ঢুকতে জোর তৎপরতা শুরু করে। নেটোর নিয়ম অনুযায়ী, নতুন কাউকে সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সদস্যদের সবার সম্মতি লাগে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ এরই মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডকে সদস্য করে নেওয়ার ক্ষেত্রে সম্মতি দিলেও তুরস্ক তাদের দৃষ্টিতে ‘সন্ত্রাসী’ বলে বিবেচিত অনেককে সুইডেন থেকে ফেরত পেলে দুই নর্ডিক দেশের নেটোভুক্তিতে সমর্থন দেওয়ার শর্ত দেয়। এ নিয়ে তিনদেশ ত্রিপক্ষীয় বৈঠকেও বসে; কিন্তু পরে আঙ্কারা ওই বৈঠক অনির্দিষ্টকালে জন্য স্থগিত ঘোষণা করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।