Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁদুর ধরতে সফটওয়্যার ব্যবহার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যন্ত্রণায় অতিষ্ট হয়ে ইঁদুর মারার জন্য অনেকে ফাঁদ থেকে শুরু করে বিষপ্রয়োগসহ নানা কৌশল ব্যবহার করেন। বিশ্বের বৃহত্তম কীটপতঙ্গ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রেনটোকিল এবার মানুষের বাড়িতে ইঁদুর নির্মূল করার উপায় হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার (এআই) ব্যবহার শুরু করেছে। এ জন্য প্রতিষ্ঠানটি চেহারা শনাক্তকারী (ফেসিয়াল রিকগনিশন) সফটওয়্যার তৈরি করেছে। দেড় বছর ধরে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভোডাফোনের সঙ্গে যৌথভাবে রেনটোকিল এই প্রযুক্তি তৈরি করেছে। এটি মূলত নজরদারির প্রযুক্তি, যা বিভিন্ন বাড়িতে ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। এ প্রযুক্তিতে ইঁদুরের অভ্যাসের বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সরাসরি নজরদারি ও বিশ্লেষণ করা যায়। এরপর ক্যামেরার তথ্য ব্যবহার করে কখন কোথাও ইঁদুর মারা যাবে, তা ঠিক করা যেতে পারে। রেনটোকিলের প্রধান নির্বাহী অ্যান্ডি র‌্যানসম বলেন, কোথায় কোথায় যায়, কী খায় এমন কোনো ইঁদুর ক্ষতি করলে নতুন এই প্রযুক্তিতে তা ধরা যায়। এ প্রযুক্তি তৈরিতে রেনটোকিল নিয়ন্ত্রিত পরিবেশে ইঁদুরের আচরণ নিয়ে পরীক্ষা চালায়। এরপর ইঁদুরের আচরণ পর্যবেক্ষণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে এই প্রযুক্তি তখন ইঁদুরকে শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস ইতোমধ্যে এর ব্যবহার শুরু হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ