মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম আঞ্চলিক নেতা বিলাল আল-সুদানি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে পরিচালিত অভিযানে তিনি নিহত হন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির। মার্কিন কর্মকর্তারা বলছেন, দেশটির সেনারা উত্তর সোমালিয়ার পাহাড়ি একটি গুহা থেকে নেমে আসার পর বন্দুকযুদ্ধে সুদানি নিহত হন। মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন সুদানিকে তারা ধরতে পারবেন। মার্কিন কর্মকর্তারা আরও বলেন, ঘটনাস্থলে সুদানি ও আইএসের ১০ সহযোগী নিহত হয়েছেন। তবে হতাহত মানুষের মধ্যে কোনো মার্কিনি ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা বলেন, অভিযানে কেবল একজন মার্কিনি আহত হয়েছেন। তাকে মার্কিন সেনাবাহিনীর একটি কুকুর কামড় দিয়েছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, গত বুধবার প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন সেনাবাহিনী সোমালিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়েছে। এতে বেশ কয়েকজন আইএস জঙ্গি মারা গেছেন। তাদের মধ্যে বিলাল আল–সুদানি একজন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন আরও বলেন, আফ্রিকায় আইএস জঙ্গি উত্থানে দায় রয়েছে আল-সুদানির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।