Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া দিবসে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অস্ট্রেলিয়া দিবসে আদিবাসী এবং টোরেস স্ট্রেট দ্বীপবাসীদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। অস্ট্রেলিয়ার জাতীয় দিবসটি নিয়ে দিনকে দিন বিভক্তি দেখা দিচ্ছে। অস্ট্রেলিয়ানরা ২৬ জানুয়ারি উদযাপন করতে মেতে ওঠে আনন্দ উল্লাস ও উৎসবে। অন্যদিকে দেশটির আদিবাসীরা দিনটিকে তাদের ভূমিতে নৃশংস উপনিবেশের সূচনা এবং তাদের সার্বভৌমত্ব, পরিবার ও সংস্কৃতি হারানোর প্রতীকী স্মৃতি হিসেবে দেখে থাকে। আদিবাসী নারীদের ধর্ষণ এবং শিশুদের ছিনিয়ে নেওয়ার নৃশংসতার দিন হিসেবে বিবেচনা করে দেশটির প্রথম জাতিগোষ্ঠী। এ কারণে তারা ২৬ জানুয়ারিকে ‘আক্রমণ দিবস’ বা ‘শোকের দিন’ হিসেবে উল্লেখ করে। ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস উপলক্ষে সরকারি ছুটি বাতিলের দাবি জানানো হয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিয়েছিলেন অন্তত ১০ হাজারের বেশি মানুষ। কয়েক হাজার শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ানও যোগ দিয়েছিলেন সমাবেশে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ স্বীকার করেছেন, ২৬ জানুয়ারি আদিবাসী এবং টোরেস স্ট্রেট দ্বীপবাসীদের জন্য কঠিন দিন। জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করার জন্য ফেডারেল সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। আলবানিজ বলেন, বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্ন আদিবাসী সংস্কৃতির পক্ষে আমরা কাজ করছি। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদে ভয়েস টু পার্লামেন্ট গণভোটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিকে সমর্থন করার জন্য সর্বোত্তম উপায় বের করা হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ