Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে নিয়ে বিবিসি’র তথ্যচিত্র ভারতেরই বর্তমান প্রতিচ্ছবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৭:৫৯ পিএম

সাম্প্রতিক দিনগুলোতে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তার নেতা নরেন্দ্র মোদি নিজেদের অপকর্ম ঢাকতে ক্ষমতা ব্যবহারের একটি চরম উদাহারন দিয়েছে। এটি ঘটে যখন কিছু দমন করার চেষ্টা করা হয় - এ ক্ষেত্রে একটি বিতর্কিত ডকুমেন্টারি - বিষয়টির দিকে আরও মনোযোগ আকর্ষণ করে৷

গত সপ্তাহে বিবিসির প্রযোজনা ‘দ্য মোদি কোয়েশ্চেন’ প্রচারিত হলে বিজেপি অবিলম্বে সেটিকে একটি "প্রপাগান্ডা টুকরা" বলে উড়িয়ে দিয়েছিল। তারপরে হিন্দু জাতীয়তাবাদী দল ইন্টারনেটে ভিডিও নিষিদ্ধ করার জন্য একটি জরুরি আইনের আহ্বান জানায়। তথ্যচিত্রটিতে ২০০২ সালে গুজরাতের দাঙ্গায় সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা তুলে ধরা হয়েছে, যাতে ১ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম।

টুইটার এবং ইউটিউব ভিডিওগুলো বিশেষ ক্ষমতা ব্যবহার করে বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু ক্লিপগুলি সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে প্রসারিত হচ্ছে। কর্মী এবং ছাত্ররা আরও বেশি করে প্রচারের পরিকল্পনা করেছে, যদিও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগগুলো এ ঘটনায় বিজেপির কঠোর দমন নীতির তীব্র নিন্দা করেছে, যা দল এবং তার নেতার গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন আরও বাড়িয়ে তোলে। সূত্র: দ্য ইকোনমিস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ