Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৭:৪৯ পিএম

সাউথ এশিয়ান (এসএ) গেমসের গত আসরগুলোতে স্বর্ণজয়ের খুব কাছে গিয়েও নিরাশ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের জুডোকাদের। সেই হতাশা এখনো পোড়ায় সাবেক সেরা জুডোকা কামরুন নাহার হিরুকে। তাইতো এবার বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সেই খরা ঘুচানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন তিনি। যার প্রথম ধাপে শুরু হয়েছে নভোএয়ার জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপের খেলা। শুক্রবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। জেলা ও বিভিন্ন সংস্থাসহ ৩১টি দলের প্রায় সাড়ে তিনশ’ জুডোকারা অংশ নিচ্ছেন এবারের জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপে। কামরুন নাহার হিরু বলেন, ‘এই আসর থেকে বাছাই করা জুডোকাদের দীর্ঘমেয়াদী অনুশীলনের মাধ্যমে এসএ গেমসে স্বর্ণখরা ঘোচাতে চাই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ