মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওনাম বাম্পার ২০২২ লাকি ড্রতে (পুরস্কার স্কিম) ২৫ কোটি টাকার পুরস্কার জিতে ৩০ বছর বয়সী ভারতীয় অটোরিকশা চালকের ভাগ্য খুলে গেছে। অনুপ নামের ওই ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থিরুনমুথামপুরমের বাসিন্দা। কেরালা রাজ্য লটারি বিভাগের পুরস্কার স্কিম জেতার পর অনুপ এখন এমএ লাকি সেন্টার নামে তার নিজস্ব লটারি টিকিটের ব্যবসা শুরু করেছে।
উল্লেখ্য, এ বিপুল পুরস্কারের টাকা জেতার আগে অনুপ অটোরিকশাচালক ছিলেন। কিন্তু পুরস্কার জেতার পরও তিনি এ চাকরি ছাড়েননি। তিনি বলেন যে, ‘পুরস্কারটি বের হওয়ার পর থেকে লোকজন তার রিকশায় বসে ভাড়া দিতে অস্বীকার করত যে, আমার আর টাকা লাগবে না। তারপর আমি রিকশাটি আমার ভাইকে দিয়ে দেই যে বর্তমানে সেটি চালাচ্ছে। আর আমি লটারি ব্যবসা শুরু করেছি’ -বলেন অনুপ। সূত্র : জে এন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।