Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জিতেই লটারি টিকিট বিক্রেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ এএম

ওনাম বাম্পার ২০২২ লাকি ড্রতে (পুরস্কার স্কিম) ২৫ কোটি টাকার পুরস্কার জিতে ৩০ বছর বয়সী ভারতীয় অটোরিকশা চালকের ভাগ্য খুলে গেছে। অনুপ নামের ওই ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থিরুনমুথামপুরমের বাসিন্দা। কেরালা রাজ্য লটারি বিভাগের পুরস্কার স্কিম জেতার পর অনুপ এখন এমএ লাকি সেন্টার নামে তার নিজস্ব লটারি টিকিটের ব্যবসা শুরু করেছে।
উল্লেখ্য, এ বিপুল পুরস্কারের টাকা জেতার আগে অনুপ অটোরিকশাচালক ছিলেন। কিন্তু পুরস্কার জেতার পরও তিনি এ চাকরি ছাড়েননি। তিনি বলেন যে, ‘পুরস্কারটি বের হওয়ার পর থেকে লোকজন তার রিকশায় বসে ভাড়া দিতে অস্বীকার করত যে, আমার আর টাকা লাগবে না। তারপর আমি রিকশাটি আমার ভাইকে দিয়ে দেই যে বর্তমানে সেটি চালাচ্ছে। আর আমি লটারি ব্যবসা শুরু করেছি’ -বলেন অনুপ। সূত্র : জে এন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ