নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দ্বৈরথ কিংবা মর্যাদার লড়াই- এসব বিশেষণ এখন আর যায় না ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচকে ঘিরে। অথচ এক সময় দেশের ফুটবলে এ দুই ক্লাবের মধ্যকার ম্যাচ মানেই ছিল টান টান উত্তেজনা। ঢাকা লিগের ম্যাচকে ঘিরে দু’দলের সমর্থকদের মাঝে উত্তেজনা এতটাই থাকতো যে তা এক পর্যায়ে দ্ব›েদ্ব রূপ নিতো। এই দ্ব›দ্ব চরমে পৌঁছে হতাহতের মতো ঘটনাও ঘটতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলকায়। এখন আগের সেই উত্তাপ এবং উম্মাদনা আর নেই। কারণ ঢাকা আবাহনী মাঠের লড়াইয়ে নিজেদের সুনাম ধরে রাখলেও মোহামেডানের সেই ধার আর নেই। দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার পর যেখানে আবাহনী ছয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে, সেখানে মোহামেডানের ঝুলি শূন্য। এবারের মৌসুমেও লিগে সাদাকালোদের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালেই তা স্পষ্ট। ছয় ম্যাচ শেষে তিনটি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী। অন্যদিকে এক ম্যাচ কম খেলে একটি করে জয় ও হারে এবং তিন ড্রতে ৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান। তারপরও সমর্থকবেষ্টিত এ দুই দলের খেলায় কিছুটা হলেও মানুষের মনে আগ্রহের জন্ম দেয়। কারণ মর্যাদার একটি আবহ থাকে দুই দলের সমর্থকদের মাঝে। এবারের বিপিএলে আজ প্রথমবার মুখোমুখি হচ্ছে মোহামেডান ও আবাহনী। বেলা ৩টায় কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াইটি। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা মুখোমুখি হবে। এবং মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।