Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীনে পূর্ণ মালিকানায় ব্যবসার অনুমতি পাচ্ছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ এএম

দীর্ঘ সময় পর নভেল করোনাভাইরাসজনিত কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছে চীন। মহামারীর কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তাও পূরণ করতে চায় দেশটি। সেই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থায় ফেরাতে চায়। এজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। এরই অংশ হিসেবে চীনের বাজারে বিস্তৃতি বাড়ানোর অনুমতি পাচ্ছে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলো। খবর নিক্কেই এশিয়া। গত বছরের অক্টোবরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস ছিল। সেখানে তৃতীয়বারের মতো ক্ষমতা নিশ্চিত করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময়ই বৈশ্বিক পরিসরে ব্যবসা করে এমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে চীনে ব্যবসার অনুমতির বিষয়টি নিয়ে কাজ শুরু হয়। চীনের ক্ষমতাসীনদের জন্য এ ধরনের অনুমতি দেয়ার ঘটনা বেশ বিরল। সেই সঙ্গে এটাও ইঙ্গিত দেয় যে চীন বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে। চীনে ব্যবসা করার জন্য যে বিদেশী কোম্পানিগুলো অনুমোদন পেয়েছে, তার বেশির ভাগই সম্পদ ব্যবস্থাপনা খাতের। চীনে যে খাতটির বাজারের আকার ৪ ট্রিলিয়ন ডলার। গত সপ্তাহেই জেপি মর্গান চীনের বাজারে থাকা মিউচুয়াল ফান্ড জয়েন্ট ভেঞ্চারকে পুরোপুরি নিজেদের মালিকানায় নিয়েছে। কানাডার প্রতিষ্ঠান ম্যানুলাইফও একই ধরনের পথ বেছে নিয়েছে। গত নভেম্বরেই চীনে অবস্থিত নিজেদের অংশের সম্প‚র্ণ মালিকানা বুঝে নিয়েছে তারা। এছাড়া ফিডেলিটির মতো আরো বেশকিছু সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান খুচরা বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ গত নভেম্বর-ডিসেম্বরেই শুরু করেছে। চলতি মাসে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্ক্রডার্স সম্প‚র্ণ নিজস্ব মালিকানায় চীনে মিউচুয়াল ফান্ড কোম্পানি খোলার প্রাথমিক অনুমতি পেয়েছে। এসব অনুমোদন এক অর্থে চীনের অর্থনৈতিক খাতের বিকাশের বা পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। ২০২০ সালে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের মালিকানার ক্ষেত্রে অংশীদারত্বের পরিমাণ ৫১ শতাংশে বেঁধে দেয়ার নিয়মটি তুলে নেয়া হয়। এ নিয়ম উঠে যাওয়ার পর বø্যাকরক নামে একটি বিদেশী কোম্পানি প্রথমবারের মতো পুরোপুরি নিজস্ব মালিকানায় চীনে ব্যবসা শুরু করে। কিন্তু এর পরই জিরো কভিড নীতিমালায় কঠোর হতে শুরু করে চীন। যার কারণে অনেক বিদেশী কোম্পানি অনুমোদন চাইলেও তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফলে বিধিনিষেধ তুলে নেয়ার পর এ কার্যক্রম গতি পেয়েছে। বেশির ভাগ বিদেশী কোম্পানি সাংহাইতেই অফিস খুলে কাজ শুরু করেছে। জেপি মরগ্যান অ্যাসেট ম্যানেজমেন্টের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও ড্যান ওয়াটকিনস এক বিবৃতিতে বলেছেন, তাদের কোম্পানির লক্ষ্য হলো চীনের বাজারে শীর্ষ বিদেশী সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে পরিণত হওয়া। সেই সঙ্গে চীনের সম্পদ ব্যবস্থাপনা খাতেরও সেরা প্রতিষ্ঠান হতে চান তারা। সংশ্লিষ্টরা বলছেন, গত অক্টোবরে চীনা কংগ্রেস পার্টির সম্মেলনের পর থেকেই এটা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে যে চীন এখন বেসরকারি খাতকে সহায়তার বিষয়ে অনেক আগ্রহী। দেশটির নেতারাও বলছেন, বিদেশী কোম্পানিগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত চীন। পরামর্শক প্রতিষ্ঠান জেড-বেন অ্যাডভাইজরসের জ্যেষ্ঠ কর্মকর্তা হ্যারি হ্যান্ডলে বলেন, দ্রæতগতিতে বিদেশী কোম্পানিগুলোকে অনুমোদন দেয়া হচ্ছে। এ গতিই বলে দেয় চীনে কত দ্রæত পরিবর্তন আসতে চলেছে। এর অন্যতম উদাহরণ জিরো কভিড নীতি তুলে নেয়া। নিক্কেই এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ