Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব এশিয়াজুড়ে তীব্র শীতের প্রকোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ এএম

পূর্ব এশিয়ার দেশগুলোতে কয়েক দিন থেকে তীব্র ঠাÐা পড়েছে। অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড পরিমাণ নেমে গেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা বলছেন, স¤প্রতি আবহাওয়ার এই পরিস্থিতি ‘নতুন স্বাভাবিকতা’ হয়ে দাঁড়িয়েছে। জাপানের দক্ষিণ কুমামোতো এলাকার বেশ কয়েকটি স্থানে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র ঠাÐার কারণে একজনের মৃত্যুও হয়েছে। এ ছাড়া ভারি তুষারপাত ও ক্ষীণ দৃশ্যমানতার কারণে দুদিনে বাতিল করা হয়েছে দুই শর বেশি ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে দ্রæতগামী বেশ কিছু ট্রেনও। জাপানে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়ার ঘটনা এটি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সর্বনিম্ন তাপমাত্রা এরই মধ্যে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। আবহাওয়া অফিসের মুখপাত্র উ জিন-কিউ সিএনএনকে জানিয়েছেন, ‘উত্তর মেরু থেকে সরাসরি ঠাÐা বাতাস এসে আঘাত করছে।’ বিরূপ আবহাওয়ার কারণে কয়েক শ ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীবাহী জাহাজগুলোও বন্দর ছেড়ে যেতে পারেনি। প্রায় একই অবস্থা উত্তর কোরিয়াতেও। সেখানেও চরম আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। চীনের উত্তরের শহর মোহেতে গত রবিবার মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সিউলের হানইয়াং ইউনিভার্সিটির আবহাওয়া বিষয়ক অধ্যাপক ইয়ে সাং-উক জানিয়েছেন, ভবিষ্যতে এই অঞ্চল আরো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থার কর্মকর্তা কেভিন ট্রেনবার্থ জানিয়েছেন, চরম আবহাওয়ার ঘটনাগুলো এখন ‘নতুন স্বাভাবিকতা’ হয়ে উঠেছে। সামনে আবহাওয়ার পরিস্থিতি এখনকার চেয়ে আরো বেশি খারাপ হতে চলেছে। সিএনএন, এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ