পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ থেকে : কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী ৪ শতাধিক রোহিঙ্গাবাহী ৩৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীর পানিসীমার হ্নীলার ফুলেরডেইল, জাদিমুরা ও কাঞ্জরপাড়া সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, নাফ নদী দিয়ে রোহিঙ্গাবাহী ৩৪টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নাফ নদীর পানিসীমার শূন্যরেখা থেকে এদের ফেরত পাঠানো হয়। এসব নৌকায় ৪ শতাধিক রোহিঙ্গা ছিল।
১ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত ২৫ দিনে টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ১৮৪টি নৌকা ফেরত পাঠানো হয়। এর আগে নভেম্বর মাসে রোহিঙ্গা বোঝাই ২০০টি নৌকা ফেরত পাঠায় বিজিবি।
শালিখায় বিক্ষোভ
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও জাতিসংঘের সেনা মোতায়েন করে অনতিবিলম্বে পুনর্বাসনের দাবিতে গত শনিবার বিকেলে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. রবিউল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা ইনামুদ্দিন নূরি, মাওলানা শফিকুর রহমান, হাসিবুর ইসলাম, সিহাবুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানটি পনিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম ওসমান আস-সাঈফী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।