নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। যদিও এ টুর্নামেন্টের ভেন্যু এখনও নির্ধারণ হয়নি। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ আসরে ভালো ফল করাই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান লক্ষ্য। লক্ষ্যপূরণে এখন থেকেই সাফ প্রস্তুতির তোড়জোর শুরু করেছে তারা। এ ধারাবাহিকতায় সাফ প্রস্তুতি ও ফিফা উইন্ডোসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে গতকাল এক সভায় বসেছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি। সভা শেষে তিনি বলেন,‘আজ (গতকাল) আমাদের চলমান কাজ হিসেবে সভা হয়েছে। কোচ ক্যাবরেরার সঙ্গে সম্প্রতি আমাদের নতুন চুক্তি হয়েছে। মার্চে ফিফা উইন্ডো রয়েছে। প্রস্তুতি কেমন হতে পারে, কোন দলের সঙ্গে খেলতে পারি তা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া জুন-জুলাইয়ের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রস্তুতি যেন ভালো হয় তা নিয়েও কথা হয়েছে। সবই প্রস্তাবনা আকারে আলোচনা হয়েছে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
কাজী নাবিল যোগ করেন,‘এ বছর আমরা অবশ্যই চাইবো যেন ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের উন্নতি হোক। বেশ কয়েক ধাপ এগিয়ে আসতে পারি। এটা একদিনে হবে না। ধাপে ধাপে হতে হবে। এছাড়া সবসময় যেটা থাকে সাফ কেন্দ্রিক চিন্তা-ভাবনা, সেই সাফে ভালো করা নিয়ে সব ধরনের আলোচনা হয়েছে।’ কোচ ক্যাবরেরা সম্পর্কে বাফুফের সহ-সভাপতি বলেন, ‘ক্যাবরেরা এক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। তার অধীনে গত বছর জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিল আমাদের জাতীয় দল। শক্তিশালী বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ২-০ গোলে হেরেছিলাম। তুর্কমেনিস্তানের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করে ২-১ গোল হারতে হয়েছে। আলটিমেটলি আমাদের শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলতে হবে। গত এক বছরে খেলোয়াড়দের সম্পর্কে ধারণা তৈরি হয়েছে ক্যাবরেরার। তার অধীনে জাতীয় দল এ বছর আরও ভালো কিছু করতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।