নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথমবারের মতো শারীরিক অক্ষমদের দাবা অলিম্পিয়াডে খেলতে সার্বিয়া যাচ্ছে বাংলাদেশ দাবা দল। ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেলগ্রেডে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশের চারজন দাবাড়– ও একজন কোচ অংশ নেবেন এই প্রতিযোগিতায়। দাবাড়–রা হলেন- খোরশেদ আলম, সৈয়দ এজাজ হোসেন, বাপ্পী সরকার ও মো. আলী নেওয়াজ সরকার। কোচ হিসেবে যাচ্ছেন মাসুদুর রহমান মল্লিক। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। এর আগে ২০২০ সালে অবশ্য আরেকটি অলিম্পিয়াডে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে সেটা ছিল ভার্চুয়ালি। এবারের আসরে ১০-১৫ নম্বরে উঠে আসাই লক্ষ্য বর্তমানে ২১ নম্বরে থাকা বাংলাদেশের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।