যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আনজুমানে আল ইসলাহ যুক্তরাজ্য মিডল্যান্ডস শাখার উদ্যোগে বার্মিংহামে দুস্থদের মাঝে কম্বল ও গরম খাবার বিতরণ করা হয়েছে। শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে সেন্ট্রাল কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আজ ২৫ জানুয়ারি বুধবার সকালে মিডল্যান্ডস আল ইসলাহর প্রেসিডেন্ট ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান এর নেতৃতে মিডল্যান্ডস আল ইসলাহর একটি প্রতিনিধি দল বার্মিংহামের বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধিক হোমলেসদের মাঝে কম্বল ও গরম খাবার বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস আল ইসলাহর সহ সভাপতি ও বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি ও বার্মিংহাম বাংলাদেশ ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী , ট্রেজারার ও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্জ জসিম উদ্দিন, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্জ মুজাহিদ খান ও ওয়ালছল আল ইসলাহর প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মোঃ মঈনুল ইসলাম প্রমূখ
এসময় মাওলানা এম এ কাদির আল হাসান বলেন, আনজুমানে আল ইসলাহ সেন্ট্রাল কাউন্সিলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিডল্যান্ডস আল ইসলাহর এ উদ্যোগ। এটি খেদমতে খালকের একটি অংশ। আমরা প্রতি বছর দেশব্যাপী এ কর্মসূচি আনজাম দিয়ে আসছি। ইনশা আল্লাহ আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত এ সংগঠন সবসময় খেদমতে খালকে নিয়োজিত থাকে, সমাজের অসহায় মানুষের পাশ দাঁড়ায়। এটি আমাদের পীর ও মুর্শিদের শিক্ষা। আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দব এবং সুশৃঙ্খল ভাবে আজকের কর্মসূচি বাস্তবায়ন করেছি।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।