Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শীতকালীন ক্রীড়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বসন্ত উৎসব বা চীনা নববর্ষ উদযাপনের ছুটির সময়কার রাতগুলোকে বেইজিংয়ের পাতালিংয়ে মহাপ্রাচীর সাজানো হয় বর্ণিল আলোয়। ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্য পাতাংলিং মহাপ্রাচীরের আলোকসজ্জা আর তার পার্শ্ববর্তী ব্যস্ত স্কিইং ও স্কেটিং স্থানগুলোর আলোকসজ্জা একাকার হয়ে যায় ওই সময়। মহাপ্রাচীর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাতালিং স্কি রিসোর্ট শীতকালীন নানা মজার কর্মকা-ের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে। পাতালিং স্কি রিসোর্টে মহাব্যবস্থাপক ইয়াও ইয়ু বলেন, প্রশিক্ষকদের নির্দেশনায়, যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্কাইয়ারদের ট্র্যাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। চায়না ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ