মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় নতুন উদ্যোগ বা স্টার্টআপগুলোর প্রতি মনোযোগ বাড়িয়েছে জাপান সরকার। এ খাতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়েও নানা উদ্যোগ নেয়া হচ্ছে। স্টার্টআপে বিনিয়োগ বাড়াতে অভ্যন্তরীণ উদ্যোগ তহবিল ব্যবহার করতে এবং বিদেশি বিনিয়োগের ওপর থাকা বিধিনিষেধও তুলে নিতে চায় দেশটির সরকার। ১০০ কোটি ডলারের বেশি বাজারমূল্য তৈরি হয়েছে এমন স্টার্টআপগুলোকে বলা হয় ইউনিকর্ন। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে স্টার্টআপ খাতের ইউনিকর্ন হিসেবে পরিচিত ৬০০ স্টার্টআপ প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর সম্পদ ১০০ কোটির বেশি। এছাড়া চীন ও ইউরোপে ইউনিকর্নের সংখ্যা শতাধিক। তবে জাপানে এ সংখ্যা কেবল ছয়টি। অর্থাৎ অন্য বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় আশঙ্কাজনক হারে পিছিয়ে রয়েছে জাপান। আর সে কারণেই স্টার্টআপে বিনিয়োগের বিষয়টি নিয়ে অনেক বেশি জোর দিচ্ছে জাপান সরকার। জাপানের অভ্যন্তরীণ স্টার্টআপগুলোকে এখন বিদেশি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। এক্ষেত্রে কোম্পানিগুলোকে নিজস্ব পোর্টফোলিও হোল্ডিংসের ৫০ শতাংশের কম বিনিয়োগ করতে হয়। এ নিয়ম তুলে নেয়ার ফলে বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণে আর কোনো বিধিনিষেধ থাকল না। ফলে বিনিয়োগের ক্ষেত্র আরো প্রসারিত হলো। সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়মের ফলে জাপানে বিদেশি বিনিয়োগের অর্থের প্রবাহ বাড়বে। নতুন এ সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের জন্য অর্থ সরবরাহ করা সহজ হবে। এছাড়া এটি অনেক বিনিয়োগকারীর কাছ থেকে অল্প অল্প করেও তহবিল সংগ্রহের উপযুক্ত। নিক্কেই এশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।