Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে পারে ফিনল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৮:৩৯ পিএম

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হাভিস্টো মঙ্গলবার বলেছেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদন দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হলে ফিনল্যান্ডও সুইডেনের সঙ্গে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে পারে।

ফিনিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের খবর অনুসারে, হাভিস্টো এদিন গণমাধ্যমে বলেন, সুইডেনে সাম্প্রতিক বিক্ষোভের কারণে ন্যাটোতে যোগদানের জন্য দু’দেশের যৌথ আবেদন বিলম্বিত হয়েছে। সুইডেনের আবেদন অনুমোদন দিতে বেশি দেরি হলে ফিনল্যান্ডকে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে হবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, উভয় দেশের নিরাপত্তা স্বার্থ বিবেচনায় সুইডেনের সঙ্গে ন্যাটোতে যোগদান করা এখনো ফিনল্যান্ডের প্রথম সিদ্ধান্ত।

হাভিস্তো বলেন, তুরস্ক অন্তত মে মাসে সংসদীয় এবং প্রেসিডেন্ট নির্বাচনের পরে ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের যৌথ আবেদন বিবেচনা করবে। ফিনল্যান্ড, সুইডেন ও তুরস্ক বসন্তের শুরুতে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন নিয়ে আলোচনা করছে। সূত্র: এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ