Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব নেতৃত্ব দেয়ার সময় এসেছে চীনের: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৮:৩১ পিএম

আন্তর্জাতিক পর্যায়ে এখন চীনের নেতৃত্ব দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে এ কথা বলেন এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।

সংরক্ষণবাদ নিজের দেশ বা আন্তর্জাতিক অঙ্গন কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থা সত্যিকার অর্থেই কোন কাজের কথা না। যোগাযোগ, জ্বালানীখাত ও বন্দরগুলোর অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার পর পাকিস্তান সুফল পেতে শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানি নাগরিকদের জীবন যাত্রার মান বেড়েছে, মানুষের আয় বেড়েছে এবং চাকরির সুযোগ তৈরি হয়েছে।

এ সময় তিনি বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে মানুষের আরো উন্নয়ন হবে। এ বিশ্ব কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে কঠিন সময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, এসব সংকট থেকে উত্তরণের জন্য সবাই মিলে এক হয়ে কাজ করা এবং বহুপক্ষবাদের বিকল্প নেই। চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর নির্মাণের কথা জানিয়ে তিনি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা সামনের দিনগুলোতে আরো বাড়বে।

বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, পশ্চিমা দেশগুলোর নেতারা আগে মুক্ত বাণিজ্য ও এর গুরুত্বের কথা বললেও এখন তারা ধীরে ধীরে সেই ধারনা থেকে বের হয়ে যাচ্ছে। বর্তমান সময়ের কঠিন পরিস্থিতিতে চীন যে নেতৃত্বের প্রমাণ দিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এখন চীনের নেতৃত্ব দরকার, ছোট ছোট বিভক্তি ও পুরনো আমলে শীতলযুদ্ধাকালীন চিন্তা থেকে বের হয়ে আসার সময় হয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ