Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৩ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে ব্যাপক গোলাগুলির সংখ্যা ৩৩টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৮:২২ পিএম

গত ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার ওয়েবসাইটে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যাপক গোলাগুলির সংখ্যা অব্যাহত রয়েছে। নতুন বছরের শুরুতে এমন ৩৩টি ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ২১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়। গত মে মাসের টেক্সাসে গণহত্যার পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক গোলাগুলির ঘটনা। ওই হামলায় ১৯টি শিশু এবং দুই শিক্ষক নিহত হয়েছিল।

এক সপ্তাহ যেতে না যেতেই ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় গুরুতর গোলাগুলির ঘটনা ঘটে। গত ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার তুলার কাউন্টিতে ১৬ বছর বয়সী মেয়ে ও তার ১০ মাসের শিশুসহ ছয়জনকে হত্যা করে এক বন্দুকধারী।

পুলিশ জানায়, ওই ঘটনা বন্দুকধারী গ্যাংয়ের হতে পারে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ