Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিভিতে পাঁচ মাত্রিক অনুষ্ঠান সম্প্রচার

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশে প্রথমবারের মতো ৫ মাত্রিক সরাসরি অনুষ্ঠান স¤প্রচার শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। টেলিভিশনটির একটি অনুষ্ঠান এখন দেখা যাবে ফেসবুক, ইউটিউব ও টুইটারে। স¤প্রচারের এই নবযাত্রা শুরু হলো বিটিভির প্রভাতী সংগীতানুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশ দিয়ে। অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা ২০ মিনিটে একযোগে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার (৮৮.৮ ট্রাফিক স¤প্রচার কার্যক্রম), রেডিও ভ‚মি (৯২.৮) ও তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি স¤প্রচার করা হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও রেডিও ভ‚মির পাশাপাশি ডিজিটাল যুগের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ফেইসবুক, ইউটিউব ও টুইটারে। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে পছন্দের গান শুনতে অনুরোধ জানানো যাবে স্কাইপর মাধ্যমে। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং আসছে ২৫ ডিসেম্বর বিটিভির ৫২ বছর পূর্তি উপলক্ষে চ্যানেলটি রামপুরাস্থ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ এসব তথ্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিভির উপ-পরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকার, বার্তা স¤পাদক নাসির উদ্দীন ও জেনারেল ম্যানেজার মোঃ মাসুদুল হক। মহাপরিচালক বলেন, আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। বিনোদন এখন আর টেলিভিশনে আটকে নেই। দর্শক এখন ঘরে বাইরে সবখানেই তাদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে চায়। সেই ভাবনা থেকে বিটিভি সুপ্রভাত বাংলাদেশ অনুষ্ঠানটি ৫ মাত্রিক সরাসরি স¤প্রচারের ব্যবস্থা নিয়েছি। এর ফলে দর্শক টেলিভিশনের কাছে না থাকলেও মোবাইল বা ল্যাপটপে দেখার সুযোগ পাবে। অনেক বড় ভাবনা নিয়ে আমরা যাত্রা করলাম। ধীরে ধীরে সব অনুষ্ঠানই টিভির পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও টুইটারে দেখার ব্যবস্থা নেয়া হবে। জেনারেল ম্যানেজার মোঃ মাসুদুল হক বলেন, তিন মাস আগে বিটিভিতে শুরু হয় সরাসরি স¤প্রচারিত অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশ। দেশ বরণ্যে কন্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন করে প্রিয় শিল্পীকে গানের অনুরোধ করেন। তাই আমরা বিটিভির অনুষ্ঠানগুলো সারাবিশ্বের দর্শকের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ বলেন, বিটিভি রাষ্ট্রীয় টিভি চ্যানেল। সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আগের চেয়ে অনেক মানস¤পন্ন অনুষ্ঠান তৈরি করছি। শিল্পী সম্মানীও বেড়েছে দুই দফায়। শিল্পীদের আর চেক নেয়ার জন্য লাইন দিতে হবে না। তাদের অ্যাকাউন্টে সম্মানী চলে যাবে। আমাদের আরও একটু সময় দিন। বিটিভি অনেক আধুনিক হয়ে যাবে। তিনি জানান, অনেকেই বিটিভির অনেক অনিয়ম নিয়ে কথা বলেন। আমি সবাইকে অনুরোধ করবো নির্দিষ্ট প্রমাণ নিয়ে অভিযোগ করুন, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সময় বদলাচ্ছে। আমাদেরও বদলাতে হবে। বিটিভির যে ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখতে হলে সময় ও তারুণ্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমরা অনেক কিছুতেই পরিবর্তন এনেছি। নতুন ভবন হয়েছে বিটিভির। এখানে টেলিভিশনের জাদুঘর নির্মাণ করা হয়েছে। এখানে দীর্ঘদিন কোনো নিয়োগ হয়নি। তবে শিগগিরিই বিভিন্ন বিভাগে লোক নেয়া হবে। বিশেষ করে জনসংযোগ বিভাগকে উন্নত করা হবে মেধাবী লোকদের নিয়োগ দিয়ে। আমরা বিটিভিকে সত্যিকার অর্থেই জনগণের চ্যানেল করতে চাই। যার যা অভিযোগ থাকে আমাদের জানান। আমরা চেষ্টা করবো দেশের মানুষের মনের মতো করে অনুষ্ঠান ও বিনোদন কন্টেন্ট নির্মাণ করতে। মহা পরিচালক জানান, আগামী ২৫ ডিসেম্বর বিটিভি ৫২ বছরে পর্দাপণ করবে। ওইদিন সকল শিল্পী ও কলাকুশলীদের নিয়ে বিটিভির দপ্তরে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি বিটিভি সরাসরি স¤প্রচার করবে। এই অনুষ্ঠানে হাজির থাকবেন বিটিভির প্রথম দিনের শিল্পী ফেরদৌসী মজুমদারসহ প্রবনী ও নবীন শিল্প-কলাকুশলীরা। এদিকে সুপ্রভাত বাংলাদেশ অনুষ্ঠানে প্রতি পর্বে দেশের একজন স্বনামধন্য কণ্ঠমিল্পী শ্রোতাদের গান গেয়ে শোনাবেন। বিশ্বের যে কোনো প্রান্তের দর্শকরা তাদের পছন্দের গান শুনতে সরাসরি অনুরোধ জানাতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ