Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেল কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে শেখ রাসেল। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছাস একমাত্র গোলটি করেন।
ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও রাসেল-পুলিশ আপ্রাণ চেষ্টা করে এগিয়ে যেতে। পুলিশ ব্যর্থ হলেও সফলতার মুখ দেখে শেখ রাসেল। ম্যাচের ৭৭ মিনিটে উচ্ছাসের গোলে এগিয়ে যায় তারা (১-০)। শেষ পর্যন্ত তার এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। রাসেলের এই জয়ে লাভ হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডেরও। গ্রুপে তিন দল থাকায় পুলিশের টানা দুই হারে শেখ রাসেলের পাশাপাশি শেষ আট নিশ্চিত হয়ে গেল ঢাকা আবাহনীরও। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ