মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের প্যারিসে স্কেপারেল্লি ফ্যাশন শোতে নিজেকে অদ্ভুতভাবে সাজিয়ে সকলের নজর কেড়েছেন মার্কিন র্যাপার এবং সংগীত শিল্পী ডোজা ক্যাট। বিনোদন বিষয়ক সাময়িকী ভোগ জানিয়েছে, এ গায়িকা ৩০ হাজার স্বভোস্কি ক্রিস্টাল ব্যবহার করে নিজেকে সাজান। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীর ক্রিস্টাল দিয়ে আবৃত করেন তিনি। এরপর ফ্যাশন শোতে উপস্থিত হন। তিনি অনুষ্ঠানস্থলে আসা মাত্র সবার নজর তার দিকে চলে যায়। উপস্থিত ফটো সাংবাদিকরা তার ছবি তুলতে থাকেন। লাল ক্রিস্টালের সঙ্গে মিল রেখে হাতে বুনা উলের তৈরি লাল রঙের স্কার্ট ও লাল জুতা পরেন এই সংগীত শিল্পী ও মডেল। ডোজা ক্যাটকে এমন উদ্ভুতভাবে সাজাতে সহায়তা করেন তারকা মেকাপ আর্টিস্ট প্যাট ম্যাকগ্রা। তিনি ডোজাকে সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন। তিনি জানান পুরো বিষয়টি শেষ করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে। তাকে সাজাতে ব্যবহার করা হয়েছে ৩০ হাজার ক্রিস্টাল। ইনস্টাগ্রামে মেকাপ আর্টিস্ট প্যাট ম্যাকগ্রা আরেকটি ভিডিও প্রকাশ করেন। সেখানে সাজানোর শুরু থেকে শেষ পুরোটি তুলে ধরা হয়। ভিডিওতে দেখা যায়, ডোজা ক্যাটের মাথা একটি বিশেষ লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এরপর তার গায়ে একটি একটি করে ক্রিস্টাল বসানো হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।