Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গির্জায় সেক্স পার্টির তদন্তে ভ্যাটিকান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ব্রিটেনের নিউ ক্যাসেলে সেন্ট মেরি গির্জায় ‘সেক্স পার্টি’র অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে ভ্যাটিকান। গোটা ব্রিটেন যখন কোভিডের কারণে কঠিন লকডাউনের মধ্যে তখন এই সেক্স পার্টি হয়। এ দায়িত্ব দেয়া হয়েছে আর্চবিশপ অব লিভারপুলকে। তিনি ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন, পোপের উপদেষ্টারা তাকে এই অভিযোগের ‘গভীর তদন্ত’ করার নির্দেশ দিয়েছে। গার্ডিয়ানের খবরে জানানো হয়, গত ডিসেম্বর মাসে হেক্সহাম এবং নিউক্যাসেলের বিশপ রবার্ট বাইর্ন পদত্যাগ করেন। ২০১৯ সালে তাকে বিশপ করা হয়। একইসময় নিউ ক্যাসেলের সেন্ট ম্যারি ক্যাথেড্রালের ডিন নিযুক্ত করা হয় ফাদার মাইকেল ম্যাকয়কে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র সানডে টাইমসকে জানান, এই মাইকেল ম্যাকয়ই লকডাউন চলাকালীন বেশ কয়েকজন ‘প্যারিসনার’ বা চার্চের বাসিন্দাকে একটি ‘পার্টিতে’ যোগ দেয়ার আমন্ত্রণ জানান। নিউক্যাসেল ক্যাথেড্রালের সঙ্গে লাগোয়া যাজকদের থাকার স্থানে ওই ‘সেক্স পার্টি’ অনুষ্ঠিত হয়। তবে রবার্ট বাইর্ন এ পার্টির বিষয়ে জানতেন এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তারপরেও তিনি গত ডিসেম্বর মাসে পদত্যাগ করেন। তিনি সেসময় বলেন, এই দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। ম্যাকয়ের বিরুদ্ধে এর আগেও শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। তা নিয়ে তদন্তের সময় ২০২১ সালে আত্মহত্যা করেন তিনি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ