Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্র গ্রন্থ পোড়ানো খুবই অসম্মানজনক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পবিত্র গ্রন্থ পুড়িয়ে ফেলা খুবই অসম্মানজনক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। বলেন, বৈধ কর্মসূচি হলেও এ ধরণের কাজ যথাযথ নয়। সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে ফেলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস আরও বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা কোনো সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচির অধিকারকে সমর্থন করি। তবে অনেকের কাছে পবিত্র হিসেবে বিবেচিত, এমন কোনো গ্রন্থ পুড়িয়ে ফেলাটা খুবই অসম্মানজনক। এদিকে সুইডিশ প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, বৈধ সবকিছুই যথাযথ নাও হতে পারে। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, বৈধ কাজও ভয়ঙ্কর হতে পারে। আমার মনে হয় সুইডেনের ওই ঘটনাতেও সে রকম ব্যাপার হয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ