Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের মারে গেল অÐকোষ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০৬ এএম

প্যারিসে পেনশন সংস্কারের দাবিতে হওয়া প্রতিবাদে শামিল হয়ে অÐকোষ খোয়ালেন এক বিক্ষোভকারী। অভিযোগ, বিক্ষোভ চলাকালে এক ফরাসি পুলিশ কর্মকর্তা তাকে দু’পায়ের মাঝখানে লাঠি দিয়ে আঘাত করেন। সেই লাঠির বাড়ি গিয়ে লাগে তার অÐকোষে। পরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই যুবক হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে জানান যে, আঘাত খুব গুরুতর। তার অÐকোষ অস্ত্রোপচার করে বাদ দিতে হবে বলেও চিকিৎসকরা জানান। এর পরই অস্ত্রোপচার করে অÐকোষ বাদ দিতে হয় ওই যুবককে। ওই যুবকের নাম ইভান এস।
ওই যুবক পুলিশের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছে একটি ফরাসি দৈনিকে জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা করা জরুরি। আমিই প্রথম ব্যক্তি নই, এর আগেও বহু মানুষ পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। ইভান জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন তিনি পুলিশি অত্যাচারের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। কিন্তু হঠাৎই দু’জন পুলিশকর্তা তাকে টেনে মাটিতে ফেলে দেন এবং লাঠি দিয়ে দু’পায়ের মাঝখানে মারতে থাকেন।
প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ ঘটনার সঠিক কারণ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইভানের আইনজীবী লুসি সাইমন বলেন, ইভানকে এত জোরে আঘাত করা হয়েছিল যে, তার একটি অÐকোষ কেটে ফেলতে হয়েছে। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ