Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যালারি মাতিয়ে রোনালদোর সউদী অভিষেক

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

কয়েক দিন আগেই প্রীতি ম্যাচে আল নাসর ও আল হিলালের ফুটবলারদের সমন্বয়ে গড়া দল রিয়াদ অল স্টার্সের হয়ে প্রথম সাউদী ক্লাব ফুটবলে মাঠে নামেন রোনালদো। পিএসজির বিপক্ষে সেদিন দুই গোল করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। তবে পরশু সাউদী প্রো লিগে অভিষেকে ইত্তিফাকের বিপক্ষে তাকে দেখা যায়নি আপন রূপে। বল পায়ে কয়েকবার কলাকৌশল দেখানোর চেষ্টা করেছেন বটে। সবাইকে ছাড়িয়ে কয়েক ফুট উঁচুতে লাফিয়ে হেডে বল দখলের চেষ্টা কিংবা বাইসাইকেল কিকের চেষ্টাতের গ্যালারি মাতিয়েছে পর্তুগিজ তারকা। তবে প্রতিপক্ষের জন্য খুব বিপজ্জনক হতে পারেননি। তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি তার ক্লাব আল নাসরের। খেলার ৩১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিস্কার করা একমাত্র গোলে নাসর ম্যাচটি জেতে ১-০ ব্যবধানে।
রোনালদো গোল না পেলেও দলের জয়ে আড়াল থেকে যেভাবে আলোর উৎস হয়েছেন রোনালদো, তাতেই উচ্ছ্বসিত আল নাসর কোচ রুদি গার্সিয়া। সাদা চোখে তার অবদান তেমন কিছু মনে না হলেও ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে আল নাসের কোচ গার্সিয়া বললেন, মাঠে রোনালদোর উপস্থিতিই তাদের জয়ের কারণ, ‘রোনালদোর মতো একজনের মাঠে থাকাই ইতিবাচক এক সংযুক্তি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনোযোগ থাকে তাকে ঘিরে। এই কারণেই আমাদের গোলটির সুযোগ তৈরি হয়েছিল। আজকে আমরা সুযোগ তৈরি করতে পেরেছি সে মাঠে ছিল বলেই। দলকে বলেছিলাম, রোনালদো আর তালিস্কার মধ্যে নানা কিছু করতে। আরেকটা ব্যাপারও আমাদের ভুলে গেলে চলবে না, পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচটির পর খুব বেশি বিশ্রাম সে পায়নি।’
এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। তাদের মূল প্রতিদ্বন্দ্বী ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলে। টেবিলের শীর্ষে থাকলেও কোচ এখনই শিরোপার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন না কোচ। এমনকি রোনালদোকে দলে পাওয়া মানেই যে ট্রফির নিশ্চয়তা নয়, সেটিও মনে করিয়ে দিলেন গার্সিয়া, ‘রোনালদো দলে থাকলেও সউদী লিগ জয় করা সহজ নয়, কারণ প্রতিদ্বন্দ্বী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ