মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মুহাম্মদ আলী জিন্নাহ ও বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্মদিন উদযাপিত হয়েছে গতকাল রোববার। তিনটি ছিল নওয়াজ শরীফের ৬৬ তম জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি নওয়াজ শরীফের দীর্ঘজীবন ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। একইদিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর ১৪০ তম জন্মদিন অতিবাহিত হয়। পাকিস্তানের জনগণ দিনটিকে উৎসব ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে উদযাপন করে। এদিকে, নওয়াজ শরীফের জন্মদিন উপলক্ষে তাঁর দলের পক্ষ থেকে কেক কাটাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খবরে বলা হয়, গতকাল রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা বার্তাটি পোস্ট করেন নরেন্দ্র মোদি। ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর লাহোরে বিত্তশালী এক ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবারে নওয়াজ শরীফ জন্ম গ্রহণ করেন। টুইট বার্তায় মোদি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘায়ু ও স্স্থু জীবন কামনা করছি। প্রসঙ্গত, গত বছর নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের লাহোরে ঝটিকা সফরে গিয়েছিলেন মোদি। ডেইলি পাকিস্তান, ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।