Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিড বিপর্যয়ে প্রায় বিদ্যুৎহীন পাকিস্তান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো দেশ। করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ারসহ দেশটির কোনো বড় শহরে বিদ্যুৎ নেই। সোমবার সকাল থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। “প্রাথমিক তথ্য অনুযায়ী আজ সকাল প্রায় ৭টা ৩৪ মিনিটের দিকে (স্থানীয় সময়) জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে, এতে বড় ধরনের বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। সিস্টেম পুনরুজ্জীবিত করতে দ্রুত কাজ করা হচ্ছে,” বিবৃতিতে বলেছে তারা। পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগির জিও টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সোমবার সকালে সঞ্চালন লাইন চালু করার পর দেশের দক্ষিণাঞ্চলে জামশরো ও দাদু শহরের মধ্যবর্তী এলাকায় ফ্রিকোয়েন্সির ক্রমাগত পরিবর্তন হচ্ছে বলে খবর আসে। “ভোল্টেজ ওঠানামা করতে থাকে তারপর এক এক করে সঞ্চালন লাইনগুলো বন্ধ হয়ে যায়। তবে এটা বড় ধরনের কোনো সংকট না,” বলেছেন তিনি। দেশটির কিছু গ্রিডে সঞ্চালন ইতোমধ্যে স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন এ বিদ্যুৎমন্ত্রী। জিও টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ