মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুলের অন্যতম দরিদ্রতম পাড়ায় প্রতিদিন সকালে মেয়েরা গোপনে পড়াশোনার জন্য একটি বাড়িতে জড়ো হয়। সারা বিশ্বের লাখ লাখ মেয়েরা যেখানে অবাধে শিক্ষা গ্রহণ করছে, সেখানে তাদের এই সুবিধা গোপনেই নিতে হচ্ছে। বিশ্ব সম্প্রদায় আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করছে। আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ। শিক্ষা ও পাঠদানের ওপর নিষেধাজ্ঞাকে মানবিক মর্যাদার ওপর আক্রমণ আখ্যায়িত করে ইউনেস্কো বছরটি আফগান মেয়ে ও নারীদের জন্য উৎসর্গ করেছে। ২০২১ সালের আগস্টে ক্ষমতা ফিরে পাওয়ার পরপরই তালেবানরা দেশের বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় মেয়েদের জন্য বন্ধ করে দেয়। প্রায় ৫০০ দিন পরেও আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আফগানিস্তানে মেয়েদের জন্য বেশিরভাগ সরকারি এবং বেসরকারি স্কুল শূন্য রয়েছে। গোপন স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে। কাবুলে এই গোপন স্কুলটি একই নেটওয়ার্কের পাঁচটি শহরের আটটি স্কুলের অংশ। স্কুলটি একটি আফগান সংস্থা এসআরএকে দ্বারা সমর্থিত। সংস্থাটি তাদের ওয়েবসাইট অনুসারে, স্কুল নিষেধাজ্ঞা যেসব অঞ্চলে অনেক বেশি সেখানে তারা কাজ করে। পশতু ভাষায় শ্রাকের অর্থ ‘সকালের আলোর প্রথম রশ্মি’। পারস্তো, এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে কেবল তার প্রথম নামটি ব্যবহার করার অনুরোধ করেন তিনি। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।