Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বড়দিন বস্তুবাদে আবদ্ধ হয়ে পড়েছে : পোপ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, বড়দিন এখন বস্তুবাদে আবদ্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, বস্তুবাদে আবদ্ধ হয়ে পড়ায় বড়দিনের মূল অর্থ অস্পষ্ট হয়ে যাচ্ছে। শনিবার কড়া নিরাপত্তায় ভ্যাটিকানে আয়োজিত বড়দিনের পবিত্র এক অনুষ্ঠানে রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ বিশ্বজুড়ে শিশুদের ভোগান্তি অব্যাহত থাকায় এর নিন্দা করেন। বিবিসি অনলাইনের এক খবরে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। ক্ষুধাপীড়িত, অভিবাসনের প্রত্যাশায় পথে পথে বিপৎসংকুল, সিরীয় শহরগুলো বিশেষ করে আলেপ্পোয় বোমা হামলার বীভৎসতা উল্লেখ করেন পোপ। পোপ বলেন, যিশু নিজেই অভিবাসী ছিলেন। গত শনিবার কঠোর নিরাপত্তায় ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিকায় বড়দিনের অনুষ্ঠান হয়। হাজার হাজার মানুষ অংশ নেয় এতে। ধাতব পরীক্ষণ যন্ত্র দিয়ে দেহ তল্লাশি করে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয় ভক্তদের। সমাগত জনতার মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছিল। সম্প্রতি ইউরোপে কয়েকটি হামলার জেরে যেকোনো অনুষ্ঠানে যোগ দিতে শঙ্কায় ভুগছেন এ অঞ্চলের মানুষ। মহান যিশুর শুভ জন্মদিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে শনিবার থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিক পর্ব। গতকাল রোববার পোপের মধ্যাহ্ন আশীর্বাদের অনুষ্ঠান হয়। উল্লেখ্য, ধারণা করা হয়, প্রথম বড়দিন পালিত হয় ৩৩৬ খ্রিস্টাব্দে প্রথম ক্যাথলিক রোমান রাজা কনস্ট্যানটাইনের রাজত্বের সময়। এর কয়েক বছর পরে পোপ প্রথম জুলিয়াস ঘোষণা দেন এখন থেকে ২৫ ডিসেম্বরকে উদযাপন করা হবে বড়দিন হিসেবে। বাইবেলের বরাত দিয়ে কেউ কেউ বলেন, যিশুর জন্মদিন মোটেও ২৫ ডিসেম্বর নয়। তাহলে প্রতি বছর এ দিনটিতে বড়দিন উদযাপন হয়? প্রাচীন খ্রিস্টান ধর্মানুসারীদের অনেকে মনে করেন, মেরি যেদিন তার মাতৃত্বের বিষয়টি জেনেছিলেন, সেদিন ছিল ২৫ মার্চ। এদিন থেকে নয় মাস পরের তারিখটি ২৫ ডিসেম্বর। এছাড়া ২৫ মার্চকে ঘিরে খ্রিস্টান ধর্মানুসারীরা মনে করেন, ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন এই দিনে। তাছাড়া যিশুর অন্তর্ধান দিবসও মার্চের এ দিনটি। শীতের মাঝামাঝিতে প্রাচীন আদি প্রকৃতিবাদী রোমানরা একটি উৎসব পালন করত। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ