মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রবল বন্যার কারণে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের নুসা তেঙ্গারা প্রদেশের এক লাখের বেশি অধিবাসী বসতভিটা হারিয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যার কারণে ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহও এখন বিচ্ছিন্ন। ফলে জরুরি ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো শনিবার বলেন, প্রায় ২০ হাজার ঘরবাড়ি, ৬০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং দুটি সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে গোটা যোগাযোগ ব্যবস্থাই ভেঙে পড়েছে। দুর্গত এলাকায় ত্রাণকর্মীরাও যেতে পারছে না। ওই অঞ্চলে ৪ জানুয়ারি পর্যন্ত ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানান সুতোপো। গত শনিবার কর্মকর্তারা জানান, বন্যার কারণে দেশটির অন্যতম প্রধান একটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। বন্যার প্রভাবে দেশটির সরকারি-বেসরকারি অসংখ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যায় এ পর্যন্ত ঠিক কতজন মারা গেছে, সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। বন্যায় এক লাখেরও বেশি মানুষ এখন গৃহহীন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট। এদিকে, জরুরি ত্রাণ অভিযানে অংশ নিচ্ছে দেশটির সেনা, পুলিশ এবং দুর্যোগ সংস্থার উদ্ধারকর্মীরা। গালফ নিউজ, ম্যানিলা বুলেটিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।