মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: গুগলের স্বয়ংক্রিয় গাড়ি ২০ লাখ মাইল পাড়ি দিয়েছে। তবে এর জন্য একটি নিধারিত এলাকা লাগবে বলে জানিয়েছেন নির্মাতারা। স্টিয়ারিং ও ব্রেকবিহীন এ গাড়ি যাত্রীর ইচ্ছায় পরিচালিত হয়। চালকবিহীন স্বয়ংক্রিয় এ গাড়ি নিয়ে অনেক আগে থেকেই আলোচনা শুরু হয়েছে। অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে এ ধরনের গাড়ি তৈরিতে মনোনিবেশ করেছে। স্বয়ংক্রিয় গাড়ির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি নিজে থেকেই নিয়ন্ত্রিত হবে। গুগলের তথ্য অনুযায়ী, গাড়িটিতে শুধু স্টপ ও গো বাটন থাকবে। অর্থাৎ যাত্রীয় শুধু গাড়িটিকে চালু ও বন্ধ করতে পারবেন। কোথায় যেতে হবে তার নির্দেশনাও দিতে পারবেন। কিন্তু গাড়িটি চলবে একেবারে নিজস্ব গতিতে। ধারণা করা হচ্ছে, এ ধরনের গাড়ি বাজারে এলে সড়ক দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পাবে। এ কারণেই ভবিষ্যতে গাড়িটির ব্যাপক চাহিদা তৈরি হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্জে ব্রিন ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে সম্প্রতি এ গাড়ি নিয়ে তাদের পরিকল্পনা প্রকাশ করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সেলফ ড্রাইভিং প্রকল্পের পরিচালক ক্রিস উর্মসন বলেন, আমরা এ গাড়িটি নিয়ে বেশ উত্তেজিত। আমাদের এ গাড়ি স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তিতে নতুন মাত্রা তৈরি করবে। গাড়িটি সংশ্লিষ্ট খাতের সীমাবদ্ধতা ও সুবিধাসমূহ প্রকাশ করতে সক্ষম হবে। তবে এ ধরনের গাড়ির বেশকিছু অসুবিধাও তুলে ধরেন অনেক বিশ্লেষক। এর মধ্যে অন্যতম হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্বয়ংক্রিয় গাড়ির নিয়ন্ত্রণ ব্যবস্থা হতে হবে অত্যাধুনিক। কারণ যে কোনো যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন সংশ্লিষ্ট যাত্রী। বিবৃতিতে গুগল জানায়, নিরাপত্তার কথা মাথায় রেখে গাড়িটির সর্বোচ্চ গতিসীমা খুবই কম থাকবে। প্রতি ঘণ্টায় গাড়িটি ৪০ কিলোমিটার যেতে পারবে। গাড়িটিতে একসঙ্গে দুজনের বেশি যাত্রী বসতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এতে বেশকিছু সীমাবদ্ধতা যুক্ত করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ গাড়িগুলোর কর্মদক্ষতা আরো বাড়ানো হবে। স্টপ ও গো বাটন ছাড়া অন্য কোনো বাটন না থাকার কথা বলা হলেও যে কোনো যান্ত্রিক ত্রুটির সময় গাড়িটি বন্ধ করতে বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানায় গুগল। গাড়িটি বাজারে আসতে আরো এক বছরের মতো সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে এ গাড়িগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিজনেস ইনসাইডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।