Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামকে হারিয়ে সেরা চারে রংপুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সোমবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো সোহানের দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাটিংয়ে এসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে রংপুর রাইডার্স। ১৮০ রানের জবাবে ১৬.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে পারে চট্টগ্রাম।

জয়ের ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মধ্যেই দলটি হারায় ৩ উইকেট চট্টগ্রাম। শুরুতেই ৪ রানে রাকিবুল হাসানের বলে আউট হন উসমান খান। এরপর তৌফিক খান তুষারকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। আর ৮ বল থেকে ৬ রান করে প্রথম ওপেনারের মতোই উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দেন খাজা নাফে।

এরপর চট্টগ্রামের হাল ধরার চেষ্টা করেন ব্যাটসম্যান দরবেশ রাসুলি ও অধিনায়ক শুভাগত হোম। তাতে ম্যাচের গতি পরিবর্তন হয়ে চট্টগ্রামের দিকে আসতে থাকে। তখনই ৪০ বলে ৬৬ রানের এই জুটিতে ফাটল ধরান পাকিস্তানি পেসার হারিস রউফ। ৯.২ ওভারে ১৭ বলে ২১ রান করা রাসুলিকে ফেরান রউফ। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম।

তবে আশা জাগিয়েও অধিনায়ক শুভাগত ৩১ বলে ৫২ রান করে রউফের শিকার হন। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৪ রান করতে পারে চট্টগ্রাম। আহত থাকায় ব্যাটিং করতে পারেননি আফিফ হোসেন। তাতে ৫৫ রানের জয় তুলে নেয় রংপুর।

বিপিএলে এই মুহূর্তে ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে রংপুর। আর ৭ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ