Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছড়া ছড়া ছড়া ছড়া

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জুয়েল মাহমুদ
বীর সেনা

শত্রুসেনার হাত থেকে দেশ
আনছিলো গো কে লুটে?
তাঁদের জাতি স্মরণ করে
রোজ প্রতিদিন স্যালুটে?

চিনছো তাঁদের কোন সেনাদল?
আমার দেশের বীর সেনা
দেশটা স্বাধীন করছে যারা
আমগো সবার শিরসেনা।

যখন মোদের বীর সেনাদল
অস্ত্র হাতে জাগছিলো
দেশদ্রোহীরা লেজ গুটিয়ে
প্রাণ নিয়ে তো ভাগছিলো।
দেশটা স্বাধীন করতে কতো
ভাই যে হলো খুন
আমরাও তো হারাইছিলাম
বাবা মা আর বোন।

দেশের তরে প্রাণ দিল যে
তাঁদের তো নয় কম মান
জাতি তাঁদের দিয়ে যাবে
আজীবন সম্মান।


রাসেল অনিকেত
গাঁয়ের মায়া

আমার কেবল ইচ্ছে করে,
আবার যাই ফিরে
আঁকাবাঁকা মেঠো পথ,
আমার গাঁয়ের নীড়ে।
যেথায় আমার কৃষক ভাইয়ের,
লাঙল করে চাষ
নতুন ফসল সৌরভ ছড়ায়
বুক ভরে নেয় শ্বাস।
ফড়িং উড়ে তিড়িং-বিড়িং,
ডানায় দিয়ে ভর।
বাবুই পাখি গাছের শাখে,
বানায় শৈল্পিক ঘর!
নিশি রাতে অন্ধকারে
ঝিঁঝিঁপোকার ডাক।
রাত-দুপুরে মাঝে মাঝে,
শিয়াল দেয় হাঁক
জোনাক-আলো মিটিমিটি;
মন জুড়িয়ে যায়,
এসব যদি দেখতে চাও,
চলো আমার গাঁয়।
আরো পাবে, পিঠা-পুলি;
তাল-খেজুরের রস
নকশিকাঁথা গ্রামকে দিয়েছে,
জগৎজোড়া যশ।
গ্রীষ্মকালে ভর-দুপুরে,
পাবে গাছের ছায়া;
শীতল হবে প্রাণটি তোমার;
প্রকৃতির কী মায়া!
জ্যোৎ¯œা রাতে উঠোন জুড়ে,
ছড়িয়ে থাকে কিচ্ছা
শুনতে পাবে সে-সব তুমি,
যেটি হয় ইচ্ছা
বানের জলে দাপিয়ে বেড়ায়,
দুষ্ট ছেলের দল
এসব দেখেও মনটি তোমার,
হবে যে উচ্ছ্বল।
এই তো আমার প্রাণের গ্রাম;
 ফিরে যেতে চাই
আপন করে নিও আমায়
বুকে দিও ঠাঁই।


আলমগীর কবির
সবুজের এই দেশ

সবুজের এই দেশ, সেরা দেশ
ভালোবাসা মমতায় ঘেরা দেশ,
এ আমার শান্তির ডেরা দেশ।
ধানে ধানে হাওার ঢেউ দোলে,
রাখালের হাতে বাঁশি, সেও দোলে;
এই ছবি গাঁথা মনে, কেউ ভোলে?
ছলছল ছুটে সারা ক্ষণ সুরে,
এঁকেবেঁকে নদী বয় কোন দূরে?
সবুজের শোভা ভাসে মন জুড়ে।
এই মাটি ছেড়ে যাবো, না আমার;
বুক জুড়ে আলো আশা, গাঁ আমার;
সবুজের এই দেশ মা আমার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন