Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতার সঙ্গে বসে মদ খেতেন, আদর্শ হতে পারেন না রাম

কন্নড় লেখকের মন্তব্যে ক্ষিপ্ত হিন্দুত্ববাদীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

আদর্শ বিচার ব্যবস্থা ও প্রশাসন বোঝাতে অনেক সময়ই ভারতে ‘রাম রাজ্য’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়। তবে সেই ‘রাম রাজ্য’ মোটেও আদর্শ ছিল না বলে দাবি করেছেন কর্ণাটকের প্রসিদ্ধ লেখক তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক কেএস ভগবান। ভগবান আরো দাবি করেন যে, ভগবান রাম সন্ধ্যায় স্ত্রী সীতার সঙ্গে বসে সুরা পান করতেন। লেখকের এহেন মন্তব্যে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। কর্ণাটকের মাÐ্যয় একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন লেখক কেএস ভগবান। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দাবি করে থাকেন, রাম অযোধ্যায় ১১ হাজার বছর ধরে রাজত্ব করেছিলেন। তবে এ দাবি ‘অসম্ভব’ বলে দাবি করেন লেখক।
কেএস ভগবান বলেন, ‘ভগবান রামকে কখনই আদর্শ বলা যায় না। রাম সন্ধ্যাবেলা তার স্ত্রীর সঙ্গে বসে সুরা পান করতেন। দিনের বেশিরভাগ সময়ই তিনি মদ্যপান করে কাটাতেন। তিনি তার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। আর তা নিয়ে তার মনে কোনো আক্ষেপও ছিল না। গাছের ছায়ায় বসে তপস্যা করছিলেন শম্ভুকা। তিনি একজন শুদ্র ছিলেন। রাম তার শিরোñেদ করেছিলেন। এইরকম একজন মানুষ কীভাবে কারো আদর্শ হতে পারেন’? তিনি আরো বলেন, ‘আমরা যদি বাল্মিকীর রামায়ণের উত্তরা খÐটি ভালো করে পড়ি, তাহলেই জানতে পারব যে, ১১ হাজার বছর নয় (হিন্দুদের অনেকের বিশ্বাস), রাম অযোধ্যায় রাজত্ব করেছিলেন মাত্র ১১ বছর এবং রামায়ণের এই অংশ থেকেই প্রমাণিত হয়ে যায় যে, রাম কখনই একজন আদর্শ পুরুষ হতে পারেন না’।
প্রসঙ্গত, রামের সুরা পান নিয়ে আগেও মন্তব্য করেছিলেন কেএস ভগবান। ২০১৯ সালে তিনি বলেছিলেন, ‘রাম যে শুধুমাত্র নিজে মদ্যপান করতেন তাই নয়, নিজের স্ত্রীকেও তিনি সুরা পানে বাধ্য করতেন’। সেই সময় কেএস ভগবানের বাড়ির সামনে প্রবল বিক্ষোভ দেখিয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তবে এরপরও নিজের অবস্থানে অনড় থেকেছেন কন্নড় লেখক। প্রফেসর এমএম কালবুর্গীর খুনের পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এই নিয়ে ২০১৫ সালে হিন্দুস্তান টাইমসকে কেএস ভগবান বলেছিলেন, ‘আমি একটাই কথা বলতে চাই, যারা অধ্যাপক কালবুর্গী, গোবিন্দ পানসারে এবং নরেন্দ্র দাভোলকরকে হত্যা করেছে এবং এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে: আপনি আমাদের আক্রমণ করতে পারেন এবং আমাদের টুকরো টুকরো করে ফেলতে পারেন কিন্তু আমাদের কাজ চলবে। তারা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু তাতে আমার অবস্থান পরিবর্তন হবে না’। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • Shambhu Nath Das ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:২৪ এএম says : 0
    সুরা পান ভগবান শ্রী রামচন্দ্র করতেন না, আর ভগবান শ্রী রামচন্দ্র নিজে মাতা সীতাকে বনবাসে পাঠাননি? মনে হচ্ছে সুরা পানের মাত্রাটা এই বইয়ের লেখক কন্নড় অধ্যাপক কে এস ভগবানের বেশি হয়েছে, তা না হলে ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতাকে নিয়ে এই মন্তব্য করতে পারতেন না, অযোধ্যার অধিপতি দশরথপুত্র ছিলেন দ্বাপর যুগের অবতার ভগবান শ্রী রামচন্দ্র, এবং সীতা ছিলেন তার স্ত্রী, এই সবগুলো আর কিছুই নয় খবরের শিরোনামে আসার চেষ্টা, খবরে শিরোনামে দুটো ভাবে আসা যায় এক হচ্ছে ভালো কাজ করে, আর একটা হচ্ছে বিতর্কিত কাজ করে, উনি দ্বিতীয় কাজটাই করেছেন সংবাদের শিরোনামে আসার জন্য।।
    Total Reply(0) Reply
  • Abhishek Pal ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:২২ এএম says : 0
    · এই সব বলে প্রচারের আলোয় আসার চেষ্টা মাত্র |
    Total Reply(0) Reply
  • Samrat Ashoke Gangopadhyay ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:২৩ এএম says : 0
    উনি কী ঐ আসরে অন্যান্য জিনিস সরবরাহ করতেন??? আলোয় আসার জন্য কতো কী ছড়ায়!!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ