Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতির প্রয়োজন নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তান তাহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান জানিয়েছেন, তার জীবনে ‘রাজনীতি’র কোনো প্রয়োজন নেই।’ তিনি আরো জানান, ‘রাজনৈতিক লড়াই’ থেকে দূরে থাকার জন্য তিনি রাজনৈতিক বিষয়ে আলোচনা এবং এতে অংশ নেয়া এড়িয়ে যান। গত শনিবার লন্ডনে জিও নিউজের সাথে সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। ৪৯ বছর বয়সী জেমিমা খান ব্রিটিশ চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক।
জিও নিউজকে সাক্ষাৎকার দেয়ার আগে তিনি নিয়ম-কানুন নির্ধারণ করে দেন। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ নিয়ে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে পাকিস্তানে কাটানো সময় নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান। ইমরান খানের স্ত্রী হিসেবে ১০ বছর সেখানে কাটান তিনি।
জিও নিউজকে জেমিমা বলেন, ‘ইচ্ছাকৃতভাবে তিনি রাজনৈতিক বিষয়গুলো থেকে নিজেকে দুরে রাখতে এবং রাজনীতির সাথে যুক্ত বিতর্কিত আলোচনা থেকে দুরে থাকতে চান। সূত্র : জিও নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ